পরিবার সূত্রে জানা যায়, সকালেই অসুস্থতাজনিত কারণে হরেন মণ্ডলকে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবার। তাঁর সঙ্গে ছিলেন পুত্রবধূ। পরে বৌমা ফুলতলা বাজারে ফল কিনতে যায়। বেশ কিছুক্ষণ পর হাসপাতালে এসে শুনেন, শ্বশুরকে জঙ্গিপুর ভাগীরথী সেতুর উপর একটি লরিতে ধাক্কা মেরেছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বৃদ্ধ।
advertisement
আরও পড়ুন: নরম হাতে আর নাবালক-নাবালিকার বিয়ে বন্ধ নয়, এবার কড়া শান্তি! যেমনটা হল পাঞ্জাবি পরা এই পাত্রের
ঘটনার পর ঘটনাস্থল থেকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি রোগীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও হাসপাতাল চত্বরে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরেও কীভাবে রাজ্য সড়কে পৌছাল ওই রোগী তা নিয়ে ক্ষোভ বাড়ছে পরিবারের মধ্যে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ড। কিছু সময়ের জন্য সেতুর উপর যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। চিকিৎসাধীন থাকার পরেও কীভাবে রোগী রাজ্য সড়কে পৌছাল সেই সমস্ত কিছু তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
কৌশিক অধিকারী