TRENDING:

Murshidabad News: বৌমা কোথায়! হাসপাতাল ভর্তি শ্বশুর খুঁজতে বেরলেন রাস্তায়, তারপরেই যা ঘটল, মুর্শিদাবাদে উঠছে একাধিক প্রশ্ন

Last Updated:

Murshidabad News: শ্বশুরকে হাসপাতালে ভর্তি করে ফল কিনতে গিয়েছিলেন বৌমা, বৌমাকে না দেখতে শ্বশুর খুঁজতে বেরন রাস্তায়, এরপরেই ঘটে মর্মান্তিক ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সকালে অসুস্থতাজনিত কারণে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এক বৃদ্ধকে। তাঁর সঙ্গে ছিলেন পুত্রবধূ। পরে বৌমা ফল কিনতে গেলে দেরি হওয়ায় বৃদ্ধ খুঁজতে বের হন বলে জানা যায়। খুঁজতে গিয়ে উঠে পড়েন ভাগীরথী সেতুর উপর। ভাগীরথী সেতুতে মর্মান্তিক দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় বৃদ্ধের। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের জঙ্গিপুর ভাগীরথী সেতুর উপর। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম হরেন মণ্ডল (৬৩)। তিনি ঝাড়খণ্ডের পাকুর জেলার বাসিন্দা।
কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার 
কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার 
advertisement

পরিবার সূত্রে জানা যায়, সকালেই অসুস্থতাজনিত কারণে হরেন মণ্ডলকে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবার। তাঁর সঙ্গে ছিলেন পুত্রবধূ। পরে বৌমা ফুলতলা বাজারে ফল কিনতে যায়। বেশ কিছুক্ষণ পর হাসপাতালে এসে শুনেন, শ্বশুরকে জঙ্গিপুর ভাগীরথী সেতুর উপর একটি লরিতে ধাক্কা মেরেছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বৃদ্ধ।

advertisement

আরও পড়ুন: নরম হাতে আর নাবালক-নাবালিকার বিয়ে বন্ধ নয়, এবার কড়া শান্তি! যেমনটা হল পাঞ্জাবি পরা এই পাত্রের

ঘটনার পর ঘটনাস্থল থেকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি রোগীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও হাসপাতাল চত্বরে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরেও কীভাবে রাজ্য সড়কে পৌছাল ওই রোগী তা নিয়ে ক্ষোভ বাড়ছে পরিবারের মধ্যে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ড। কিছু সময়ের জন্য সেতুর উপর যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। চিকিৎসাধীন থাকার পরেও কীভাবে রোগী রাজ্য সড়কে পৌছাল সেই সমস্ত কিছু তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বৌমা কোথায়! হাসপাতাল ভর্তি শ্বশুর খুঁজতে বেরলেন রাস্তায়, তারপরেই যা ঘটল, মুর্শিদাবাদে উঠছে একাধিক প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল