বাদুড়িয়ার যশাইকাটি আটঘরা পঞ্চায়েতের শিমলা বাঁশতলা থেকে দুর্গাপুর পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটারের একটু বেশি রাস্তা তৈরির শিলান্যাস হল। এর জন্য খরচ হবে প্রায় ১ কোটি টাকা (৯৫.৮৮.৪৯৮.০০) টাকা। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।
advertisement
এই দু’কিলোমিটার রাস্তা দিয়ে এলাকার কয়েক হাজার মানুষের প্রতিদিন যাতায়াত। এই রাস্তার উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার। এখান দিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ, এমনকি গ্রামের বয়স্করাও চলাচল করেন। তবে এতদিন এই রাস্তা বেহাল ছিল।
অবস্থা এতটাই খারাপ হত, বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাঁদার জন্য যাতায়াত করা যেত না। আর বর্ষা না হলে এতটাই খান্দাখন্দ, ধুলোয় চলাফেরা মুশকিল হয়ে যেত। তবে এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলতে চলেছে। কারণ পথশ্রী প্রকল্পে প্রায় ১ কোটি টাকা খরচে আটঘরা পঞ্চায়েতের শিমলা বাঁশতলা থেকে দুর্গাপুর পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটারের একটু বেশি রাস্তা তৈরি হতে চলেছে। স্বভাবতই ভীষণ খুশি স্থানীয়রা।
