ওই বাজি কারখানার কি লাইসেন্স ছিল? বাড়িতে কি বাজি মজুত করা ছিল? এই ঘটনায় পুলিশের ভূমিকা-সহ একাধিক বিষয়ে রিপোর্ট চাইল নবান্ন। পাশাপাশি ওই বাজি ব্যবসায়ী পরিবারের সদস্য চন্দ্রকান্ত বণিককে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।
আরও পড়ুন: সাত সকালেই ফের ট্রেন দুর্ঘটনা! প্রবল জোরে ধাক্কা দুই মালগাড়ির, লোকো পাইলট-সহ নিহত ৩, আহত ৫
advertisement
প্রসঙ্গত, সোমবার রাতেই ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের আট সদস্যের। তাঁদের মধ্যে রয়েছে দু’জন সদ্যজাত-সহ চার শিশুও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক জন। দীর্ঘ দিন ধরেই বাজি বানানোর ব্যবসায় যুক্ত বণিক পরিবার।
আরও পড়ুন: ১৪ দিনের অপেক্ষা…১ লা বৈশাখের আগেই সূর্যের গোচর! রাতারাতি কপাল খুলবে ৩ রাশির, হাতে কুবেরের ধন
রাজ্যে একের পর এক জায়গায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ হওয়ার পর প্রতিবেশীরা ওই পরিবারকে বাজির কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধও করেছিলেন। সেই অনুরোধ শোনা হয়নি বলে দাবি স্থানীয়দের।