সরকারি বেসরকারি সমস্ত বাস সেই যাত্রী প্রতীক্ষালয় দাঁড়াতো। এছাড়াও রোদ , বৃষ্টি ,জল , ঝড় যেকোনও কিছুতেই খানিকক্ষণের জন্য আশ্রয় পেতেন যাত্রীরা-সহ শহরবাসী। শহরের এই গুরুত্বপূর্ণ যাত্রী প্রতীক্ষালয় হঠাৎই কেউ বা কারা ভেঙে ফেলে। আর এই ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায় গোটা শহরে।
advertisement
রবিবার রাতের অন্ধকারে এই বাস স্ট্যান্ড ভেঙে ফেলা হয়েছে এমনটাই অনুমান স্থানীয়দের।এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষবলেন , তারা প্রায়সই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। আর এই যাত্রী প্রতীক্ষালয়ে তারা বাসের জন্য অপেক্ষা করেন। বৃষ্টি বাদলের দিনে এই যাত্রী প্রতীক্ষা নয় বহু মানুষের আশ্রয়ের জায়গা। গুরুত্বপূর্ণ এই জায়গায় প্রতীক্ষালয় ভেঙে যাওয়ায় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে তাদের।
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি বলেন , ‘‘দীর্ঘ ২১ বছর ধরে এই যাত্রী প্রতীক্ষালয় রাঘবপুর মোড়ে রয়েছে। রোটারি ক্লাবের উদ্যোগে এরকম বেশ কিছু প্রতীক্ষালয় শহর জুড়ে রয়েছে। বিষয়টা খুবই আশ্চর্য লাগছে কিভাবে জেসিপি দিয়ে একটা গোটা প্রতীক্ষালয় রাত্রিবেলাতে ভেঙে দেওয়া হল। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। খুব শীঘ্রই এর অপরাধীবেরিয়ে আসবে।’’
আরও পড়ুন: উল্টো চাল শুরু হবে বৃহস্পতির! কপাল খুলে যাবে ৩ রাশির, ধনসম্পদে উপচে পড়বে ঘর, সৌভাগ্যের সেরা সময়
পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও রবিবার রাতে শহরের মাঝখানে এই ঘটনা ঘটে। এতে কিছুটা হলেও আতঙ্কিত শহরবাসী। যদিও পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি