তবে এই সমস্যার সমাধানের ব্যবস্থা করল ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েত। বর্তমানে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে দু’টি বড় পাম্পের ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। যার মাধ্যমে মাঠের জল নদীতে ফেলা হচ্ছে। এতে কিছুটা স্বস্তি হলেও পাম্পের সংখ্যা আরও বাড়ানোর আবেদন করেছেন চাষিরা। তবেই তারা প্রকৃত উপকার পাবেন।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে হাতে গরম টাকা আয় করতে চান! মহিলাদের উপার্জনের নতুন পথ, জানুন এক ক্লিকেই
এই বিষয়ে ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা জানান, “দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা হয়ে আসছে। এই বছরও লাগাতার বৃষ্টি। নদীতে জল। তাই চাষের জমিতে লাগানো ধান জলে ডুবে আছে। আমাদের সাময়িক প্রচেষ্টায় দু’টি পাম্প লাগানো হয়েছে। যার সাহায্যে মাঠের জল নদীতে ফেলা হচ্ছে। এতে চাষিদের জলে ডুবে থাকা ধান গাছগুলো বাঁচবে। আগামীতে আরও কয়েকটি পাম্প বাড়ানো যায় কিনা দেখছি।”