পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া জঙ্গল বর্তমানে জতুগৃহ। গড়বেতার রসকুন্ডু বিটের অন্তর্ভুক্ত এই হুড়হুড়িয়া জঙ্গল। জানা যায়, সোমবার দুপুর নাগাদ কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। মঙ্গলবার দুপুরেও জ্বলছে সেই আগুন । স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও সবটা রক্ষা করা যায়নি।
advertisement
যদিও এলাকার মানুষজনের দাবি, কিছু গাছ চোরাপাচারকারীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এ'বিষয়ে ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খাঁন জানান, কেউ বা কারা হুড়হুড়িয়া জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। বিশালাকার এই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ায় মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে জঙ্গলের কয়েকশো বিঘা এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা বিভিন্ন উপায়ে জল দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে জঙ্গলের অনেকটা জায়গা আগুনে ভস্মীভূত হয়ে যায়। অনুমান করা হচ্ছে জঙ্গলে কাঠ চুরি করা কিছু অসাধু চক্র রয়েছে। তারাই হয়তো আগুন লাগিয়ে দিয়েছে জঙ্গলে যাতে পরবর্তীতে কাঠ চুরি করতে সুবিধা হয়।
সুকান্ত চক্রবর্তী