এমনকী, স্কুলের রান্নাঘরের পরিস্থিতি বেহাল। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশ কেন, সেই নিয়েই স্কুল চত্বরে বিক্ষোভ সামিল হন অভিভাবকরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ১ নম্বর ব্লকের ক্ষীরপাই হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের খোলা বারান্দায় খেতে হয় ছাত্র-ছাত্রীদের৷ এমনকী, প্রচন্ড বৃষ্টি হলে না খেয়ে তাদের বাড়ি ফিরতে হয়। আবার কখনও ঝিরি বৃষ্টিতে ভিজে খাবার খেতে হয়৷ বৃষ্টি হলে জল গড়িয়ে পড়ে রান্নাঘরে। তারা বলেন, "আমরা মনে করি প্রশাসন ঘুমোচ্ছে, তার কারণ বহুদিন ধরে আমরা তাদের জানিয়েছি কিন্তু কোনো সুরাহা মেলেনি।"
advertisement
স্কুলে বিক্ষোভের খবর যায় স্কুল পরিদর্শকের কাছে৷ দ্রুত ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের স্কুলের পরিদর্শক কৌশিক দে। অবশেষে স্কুল পরিদর্শকের আশ্বাসে বিক্ষোভ ওঠে। তিনি স্বীকার করেন ঘটনা সত্য৷ তিনি বলেন, অবিলম্বে কীভাবে সমস্যার সমাধান করা যায় তা দেখা হচ্ছে৷