৩৫ বছরের বিপ্লব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন বিধায়ক অলোক জলদাতা। বিপ্লবের বুথে বিজেপি জয়লাভ করে। তারপর থেকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন – Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি, স্থলভাগেও ২টি সাইক্লোনিক সার্কুলেশন, প্রবল বৃষ্টি কখন, কোথায়
advertisement
এদিকে এছাড়াও পঞ্চায়েত ভোটের গণনার রাতেও উত্তপ্ত ভাঙড়। পুলিশ-আইএসএফের বোমাযুদ্ধে প্রাণ হারালেন দুই আইএসএফ কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিস সুপার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গড় দু-নম্বর ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফলাফল ঘোষণা এখনও বাকি আছে। আর এরই মধ্যে শুরু আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের বোমার লড়াই।
পুলিশের দাবি তাঁদের লক্ষ্য করে বোমা ফেলছে আইএসএফ কর্মীরা। পুলিশ ও টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে। তার পাশাপাশি রাবার বুলেট ফায়ার করছে পুলিশ। খণ্ডযুদ্ধের কারণে DCRC সেন্টারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।
Nawab Mallik