পঞ্চায়েত নির্বাচনের দিন জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অভিযান স্পোর্টিং ক্লাবের ২৬৬ ও ২৬৭ নম্বর বুথে ভোট গ্রহণ চলছিল। সেখানেই উত্তেজনা ছড়ায় এলাকার বাসিন্দারা বুথে ভাঙচুর করে ব্যালট বাক্স ফেলে দেয়। এরপরেই রিপোলিং এর সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন – Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি, স্থলভাগেও ২টি সাইক্লোনিক সার্কুলেশন, প্রবল বৃষ্টি কখন, কোথায়
advertisement
সেই বুথের কিছুটা দূরেই উদ্ধার হয় বোমা। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। সিপিআইএমের অভিযোগ রিপোলিং এর দিন প্রচুর তৃণমূল আশ্রিত বহিরাগত জমায়েত হয়েছিল। পুরো এলাকায় ঘিরে রেখেছিল তারা। তারাই এই কাজ করেছে বলে অভিযোগ।
সিপিআইএমের তরফ থেকে এলাকাবাসীদের অনুরোধ করা হয় যে তাদের বাড়ির আশেপাশে খুঁজে দেখুন কোথাও বম্ব ও মেশিন বা বন্দুক পড়ে আছে কিনা। তৃণমূলের অভিযোগ সিপিআইএম, বিজেপি এই কাজ করেছে।
