উত্তর ২৪ পরগনা জেলার ১৯৯ টি গ্রাম পঞ্চায়েত, ২২ টা পঞ্চায়েত সমিতি, ৬৬ টা জেলা পরিষদের আসন রয়েছে। মোট ভোটার ৪২,২৬,৮৯৬, যার মধ্যে পুরুষ ভোটার ২১৬০৭২৯, মহিলা ভোটার ২০৬৬০৬৭, অন্যান্য ১০০ জন। ্জেলায় মোট ১৯৯ টি গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে ৪৫৩৫ টি, যার মধ্যে বিএসপি ১৮, বিজেপি ২১৩২, সিপিআইএম ২৪৩১, জাতীয় কংগ্রেস ৪৬৬, ফরওয়ার্ড ব্লক ৭৯ এবং তৃণমূল কংগ্রেস ৪৫৩৫টি আসনে এবং নির্দল ৭৪৮টি আসনে প্রার্থী দেয়। ১৯৯ টি গ্রাম পঞ্চায়েত আসনে সব দল মিলিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০৮৭৩ জন প্রার্থী।
advertisement
আরও পড়ুন: গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ২, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার ২২ টি পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৫৯৩ টি। যার মধ্যে বিএসপি ১৫, বিজেপি ৩৪৫, সিপিআইএম ৪০৫, জাতীয় কংগ্রেস ৯৬, ফরওয়ার্ড ব্লক ১৮, তৃণমূল কংগ্রেস ৭৪৮ এবং নির্দল ৪৭৯ জন প্রার্থী লড়াই করছেন।
মতুয়া ভোট বরাবরই বড় ফ্যাক্টর হয়েছে উত্তর ২৪ পরগনায় । শেষ বিধানসভা নির্বাচনও হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেও। সেই ভোটে জেলার ৩৩টি বিধানসভার মধ্যে ২৮টি আসনেই জয়ী হয় তৃণমূল। ২০১৮, ২০২১-এর জয়ের ধারা অব্যাহত থাকল ২০২৩ সালের পঞ্চায়েত ভোটেও।