TRENDING:

Panchayat Election Result 2023: ধুয়ে মুছে সাফ বিরোধীরা, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের 'ফুলমার্কস'

Last Updated:

Panchayat Election Result 2023: ২২টি পঞ্চায়েত সমিতির ২২টিই তৃণমূল কংগ্রেসের দখলে। ৬৬টি  জেলাপরিষদও শাসকদলের হাতেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে সব জেলা পরিষদেই ফোটে ঘাসফুল। শুধু তাই নয়। ২২টি পঞ্চায়েত সমিতি, ১৯৯টি গ্রাম পঞ্চায়েতও থাকে তৃণমূলের দখলে। ঘাসফুল সরিয়ে বিজেপি  পদ্ম ফোটাতে মরিয়া হলেও ২০১৮-র ধারা বহাল থাকল এবারেও। উত্তর ২৪ পরগনা মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে ১৯৯টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৮৮ টি, বিজেপি পেয়েছে ৩টি, ত্রিশঙ্কু হয়েছে ৮টি গ্রাম পঞ্চায়েতে। ২২টি পঞ্চায়েত সমিতির ২২টিই তৃণমূল কংগ্রেসের দখলে। ৬৬টি  জেলাপরিষদও শাসকদলের হাতেই।
তৃণমূলের ফুলমার্কস
তৃণমূলের ফুলমার্কস
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার ১৯৯ টি গ্রাম পঞ্চায়েত, ২২ টা পঞ্চায়েত সমিতি, ৬৬ টা জেলা পরিষদের আসন রয়েছে। মোট ভোটার ৪২,২৬,৮৯৬, যার মধ্যে পুরুষ ভোটার ২১৬০৭২৯, মহিলা ভোটার ২০৬৬০৬৭, অন্যান্য ১০০ জন। ‍্জেলায় মোট ১৯৯ টি গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে ৪৫৩৫ টি, যার মধ্যে বিএসপি ১৮, বিজেপি ২১৩২, সিপিআইএম ২৪৩১, জাতীয় কংগ্রেস ৪৬৬, ফরওয়ার্ড ব্লক ৭৯ এবং তৃণমূল কংগ্রেস ৪৫৩৫টি আসনে এবং নির্দল ৭৪৮টি আসনে প্রার্থী দেয়। ১৯৯ টি গ্রাম পঞ্চায়েত আসনে সব দল মিলিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০৮৭৩ জন প্রার্থী।

advertisement

আরও পড়ুন: গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ২, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার ২২ টি পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৫৯৩ টি। যার মধ্যে বিএসপি ১৫, বিজেপি ৩৪৫, সিপিআইএম ৪০৫, জাতীয় কংগ্রেস ৯৬, ফরওয়ার্ড ব্লক ১৮, তৃণমূল কংগ্রেস ৭৪৮ এবং নির্দল ৪৭৯ জন প্রার্থী লড়াই করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মতুয়া ভোট বরাবরই বড় ফ্যাক্টর হয়েছে উত্তর ২৪ পরগনায় ।  শেষ বিধানসভা নির্বাচনও হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেও। সেই ভোটে জেলার ৩৩টি বিধানসভার মধ্যে ২৮টি আসনেই জয়ী হয়  তৃণমূল। ২০১৮, ২০২১-এর জয়ের ধারা অব্যাহত থাকল ২০২৩ সালের পঞ্চায়েত ভোটেও।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election Result 2023: ধুয়ে মুছে সাফ বিরোধীরা, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের 'ফুলমার্কস'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল