West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
বেলা বাড়তেই বুথের ভিতরে ঢুকে ব্যালট বাক্স বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা, ব্যালটে আগুন ধরিয়ে দেওয়া হয়, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফের গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপর গ্রামবাসী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে।
advertisement
West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
এ বারের পঞ্চায়েত নির্বাচনের ভোটের নদিয়ার বলি ১৷ নদিয়ার চাপড়ায় বড় আন্দুলিয়া হাই স্কুলের ১০০ নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগ পাশাপাশি গুলি চালানোর অভিযোগ তুলল বিরোধীরা৷ শাসকদলের বিরুদ্ধে স্কুলের ১০০ নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ তুলল বিরোধীরা, শাসকদলের বিরুদ্ধে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত নিহত ১৪৷
সবচেয়ে অশান্ত হয়েছে মুর্শিদাবাদ৷ এখনও পর্যন্ত মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে তিনজনের৷ মালদহে মৃত্যু হয়েছে ১ জনের৷ ভোটের দিন কোচবিহারে নিহত হয়েছে দু’জন ও উত্তর ২৪ পরগনায় নিযহত হয়েছেন এক জন এ ছাড়া পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ১ জনের৷ এর পরেই মৃত্যুর খবর আসে নদিয়ার চাপড়া থেকে৷ চাপড়ায় মৃত্যু হয় একজনের৷
মৈনাক দেবনাথ