অন্যদিকে, তৃণমূল নেতা শওকত মোল্লাকে রাজ্য সরকার নিরাপত্তা দিতে চলেছে। এ বিষয়ে নওশাদ সিদ্দিকি বলেন, “আমার উপরে হামলা হতে পারে। তাই নিরাপত্তা চেয়েছি। আগেও হয়েছে। সওকাত মোল্লাকে সিএম বলেছিলেন বোম বাধিস। তারপরেও নিরাপত্তা।” প্রসঙ্গত, ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত ১৪ তারিখ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন নওশাদ সিদ্দিকি। নবান্নে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাঁকে৷ নবান্নের প্রতীক্ষা করেন তিনি বেশ কিছুক্ষণ।
advertisement
প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার মাঝেই তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, ভাঙড়ে চলতি অশান্তি নিয়েই তিনি অভিযোগ জানাতে তিনি এসেছেন৷ শোনা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি।
আরও পড়ুন, মুহূর্তেই আবহাওয়ার বদল, আষাঢ়ের শুরুতে স্বস্তির বৃষ্টি… সকাল থেকে ভাসছে কলকাতা
আরও পড়ুন, নিখোঁজ থাকার ১ দিন পর বাড়ির কাছে বন্ধ গাড়িতে উদ্ধার ৩ শিশুর দেহ,চাঞ্চল্য তীব্র
নওশাদ বলেন, ‘বিরোধী থেকে শুরু করে রাজ্যের প্রতিটি মানুষ অত্যাচারিত। আমি রাজ্যের অভিভাবককে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এসেছি। আজকেও ভাঙড় ১ ব্লকে ব্লক অফিস ঘিরে রাখা হয়েছে। আমরা বিরোধীরা মনোনয়ন দিতে পারছি না। আমি সেই কারণেই এই অভিযোগ জানাতে এসেছিলাম। কিন্তু তিনি বোধহয় ব্যস্ত, তাই সময় দিতে পারেননি।’