TRENDING:

গরু বাছুর বিক্রি! লাখ লাখ টাকায় পঞ্চায়েতের 'টিকিট কিনলেন' বিজেপি প্রার্থী! তারপর? বিরাট অভিযোগে তোলপাড়

Last Updated:

পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করল বিজেপির পরাজিত প্রার্থী। অভিযোগ, ভোটে প্রার্থী হওয়ার জন্য দলের নেতাকেই দিতে হয়েছে লক্ষাধিক টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার জন্য দলের নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করল বিজেপির পরাজিত প্রার্থী। অভিযোগ, ভোটে প্রার্থী হওয়ার জন্য দলের নেতাকেই দিতে হয়েছে লক্ষাধিক টাকা। কিন্তু লক্ষাধিক টাকা দেওয়ার পরও আরও টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ওই দলীয় নেতার বিরুদ্ধে। শেষমেশ পরাজিত বিজেপি প্রার্থী বাড়ির গরু বাছুর বিক্রি করে টাকা দিলেও এখনও তাঁকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাঁশকুড়ায়। ক্ষুব্ধ পরাজিত বিজেপি প্রার্থী দলীয় নেতার নামে অভিযোগ দায়ের করল পাঁশকুড়া থানায়।
বিজেপি প্রার্থীর বড় অভিযোগ
বিজেপি প্রার্থীর বড় অভিযোগ
advertisement

পাঁশকুড়া থানার মাইশরা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি নেতা রাসবিহারী রানার অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তমলুক সংগঠনিক জেলার বিজেপি নেতা জগদীশ প্রামাণিক তাঁকে প্রার্থী হওয়ার জন্য লক্ষাধিক টাকার প্রস্তাব দেয়। আর সেই প্রস্তাবে রাজি হয়ে বিজেপি নেতা জগদীশ প্রামাণিককে লক্ষাধিক টাকা দেন রাসবিহারী রানা।

আরও পড়ুন : বিড়াল আগেই জানতে পারে ‘ভবিষ্যত’! ঘরের বাইরে বিড়ালের এই লক্ষণ দেখলে সতর্ক হন

advertisement

টাকার বিনিময়ে প্রার্থী হওয়া পর আরও টাকা চাওয়ার অভিযোগ ওঠে। টাকা না দিতে পারলে প্রার্থী পদ থাকবে না, এ হেন হুমকির পর বাড়ির গরু বাছুর বিক্রি করে নাকি সেসময় জেলা বিজেপি নেতার হাতে টাকা তিনি তুলে দেন। পরে নিজের এলাকার পরিবর্তে অন্য এলাকা গোবিন্দনগর অঞ্চলের ৯ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী করা হয় রাসবিহারী রাণাকে।

advertisement

সমস্ত টাকা দেওয়ার পরও তৃণমূলের সঙ্গে গটআপ করে তাঁকে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন রাসবিহারি। পরে পরাজিত বিজেপি প্রার্থী জেলা বিজেপি নেতার অভিসন্ধি জানার পর দেওয়া টাকা ফেরত চাইতে গেলে হুমকির শিকার হতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন : অর্পিতা… টাকা… গটআপ…! আদালত থেকে বেরিয়েই এ কী বললেন! বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

advertisement

অভিযোগ, জেলা বিজেপি নেতাদের জানিয়েও কোনও সূরহা না হওয়ায় পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন পরাজিত অভিযোগকারী বিজেপি প্রার্থী রাসবিহারী রানা। যদিও দলের নেতার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি নেতা জগদীশ প্রামাণিক এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের জেলা কোষাধ্যক্ষ তথা পাঁশকুড়ার কনভেনার জগদীশ প্রামাণিককে কালিমালিপ্ত করার জন্য এহেন অভিযোগ। এ অভিযোগ সর্বৈব মিথ্যা এ বিষয়ে রাজ্য নেতৃত্বদের জানিয়েছি। বিষয়টি নিয়ে তৃণমূল অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি।

advertisement

সুজিত ভৌমিক

সর্বানন্দ মিশ্র

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাঁশকুড়া

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরু বাছুর বিক্রি! লাখ লাখ টাকায় পঞ্চায়েতের 'টিকিট কিনলেন' বিজেপি প্রার্থী! তারপর? বিরাট অভিযোগে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল