TRENDING:

বছর পেরিয়েও হয়নি বোর্ড গঠন, পোলেরহাট-২ পঞ্চায়েতে আন্দোলেনর হুমকি জমি কমিটির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাঙড়: বছর পার হলেও বোর্ড গঠন হল না পোলেরহাট দু’নম্বর পঞ্চায়েতের। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে চাইলেও বিমুখ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। পরিষেবা না পাওয়ায় বিপাকে সাধারণ মানুষ।
advertisement

পঞ্চায়েত ভোট হয়েছে প্রায় এক বছর হল। তবুও বোর্ড গঠন হয়নি পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতের। যার জেরে বাকি রয়েছে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠনও।

পঞ্চায়েতের বোর্ড না গঠন হওয়ায় পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে বলেই অভিযোগ পোলেরহাটের বাসিন্দাদের। পোলেরহাট-২ পঞ্চায়েতের মোট আসন ১৬ টি ৷ গত বছর তৃণমূল জয়ী হয় ১১টি আসনে ৷ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি পায় ৫টি আসন ৷ জমি কমিটির আবেদনে প্রশাসক নিয়োগ করে রাজ‍্য সরকার ৷

advertisement

গত এক বছরে বদলেছে এলাকার রাজনীতি। রাজ‍্য সরকারের সঙ্গে সমঝোতায় এসেছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। লোকসভা নির্বাচনে পোলেরহাট-২ এলাকা থেকে তৃণমূলের লিড প্রায় আড়াই হাজার। ফলে সরকারের কাছে বোর্ড গঠনের আবেদন করতে চায় তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের এই প্রস্তাবে রাজি নয় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। প্রশাসন জোর করলে ফের আন্দোলন হবে বলেও হুশিয়ারি দিয়েছে কমিটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কী হবে পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতের ভবিষ‍্যত, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বছর পেরিয়েও হয়নি বোর্ড গঠন, পোলেরহাট-২ পঞ্চায়েতে আন্দোলেনর হুমকি জমি কমিটির