পলাশিপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পলাশিপাড়া থানার পোতারপাড়া মাঠে এলাকার নির্জন জায়গায় জড়ো হয়েছিল একদল দুষ্কৃতি। তারা আগেভাগেই ডাকাতির ছক কষে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিশ। তারা এলাকাটি ঘিরে ফেলে। এরপর দুষ্কৃতিদের দিকে এগোতে থাকে। পুলিশ ঘিরে ফেলেছে টের পেয়েই ওই দুষ্কৃতিরা পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পলাশিপাড়া থানার পুলিশকর্মীরা প্রাণপণে ওই দুষ্কৃতিদের পিছু ধাওয়া করে। আর তাতেই মেলে সাফল্য। পাঁচ দুষ্কৃতিকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। তাদের তল্লাশি করে আটটি মোবাইল, হাঁসুয়া, ভোজালি ও তালা ভাঙার জন্য বিশেষভাবে তৈরি লোহার রড উদ্ধার হয়েছে।
advertisement
আরও পড়ুন: স্কুল থেকে ফিরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু
পলাশিপাড়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত ঘোষ জানিয়েছেন, ধৃতেরা আগাম প্রস্তুতি নিয়ে ডাকাতির উদ্দেশ্যেই ওখানে জড়ো হয়েছিল। ধৃত পাঁচ দুষ্কৃতি হল- কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সৌরভ রায় ও বরুণদেব মল্লিক এবং মুর্শিদাবাদের বাসিন্দা কোচি শেখ, নাসির শেখ ও তাজিবুর শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের শনিবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।