TRENDING:

Pakistan Spy: বলেছিল মাকে নিয়ে থাকবে, মাসে ভাড়াও দিত ৭হাজার টাকা, কে জানত ঘরেই মধ্যেই লুকিয়ে পাক গুপ্তচর! পুলিশ আসতেই টনক নড়ল

Last Updated:

এলাকার বাসিন্দাদের সঙ্গে দূরের কথা, পাশের ঘরের লোকের সঙ্গেও তারা মিশত না সে ভাবে। তারা যে পাক চর তা ভেবে ওঠা যাচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমানে: তাঁর বাড়িতেই ছিল পাক গুপ্তচর! শুনেই অবাক বাড়ির মালিক। ২০২০ সালে নিজেকে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক পরিচয় দিয়ে পূর্ব বর্ধমানের মেমারির দিঘির পাড় এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল রাকেশ গুপ্তা। মাকে নিয়ে থাকার কথা বলে মাসিক সাত হাজার টাকায় ভাড়া নেয় সে। এরপর মুকেশ রজক সহ আরও অনেকেই সেই ঘরে থাকতে শুরু করে। সেই রাকেশ গুপ্তা, মুকেশ রজককে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে বেঙ্গল সএসটিএফ। ধৃতদের হেফাজতে নিয় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী অফিসারা। এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তাঁর বাড়িতেই ছিল পাক গুপ্তচর! শুনেই অবাক বাড়ির মালিক
তাঁর বাড়িতেই ছিল পাক গুপ্তচর! শুনেই অবাক বাড়ির মালিক
advertisement

বাড়ির মালিক দিলীপ সিকদার থাকেন মেমারির  দেশবন্ধুপল্লী এলাকায়। তিনি বলেন, “আমি কোনও দিনই যেতাম না। গিটার বাজিয়ে প্রার্থনা করত বলে শুনেছি। অনলাইনে ভাড়া পেয়ে যেতাম।  কিন্তু তলে তলে যে তারা এইসব কাজ করছে বুঝতে পারিনি। আমি জানতাম, মা ও ছেলে থাকে। তবে এলাকার বাসিন্দারা বলছেন, ছ সাতজন থাকতো। এছাড়াও আসতো অচেনা অনেকেই।”

advertisement

আরও পড়ুনProtection From Cancer: ক্যানসারের ঝুঁকি অনেকগুণ কমিয়ে দেবে, কোনও শাক-পাতা-সবজি নয়, দামি ওষুধও নয়, নিয়মিত করুন এই কাজ

মেমারির দিঘির পাড় এলাকায় দিলীপবাবুর  একটি তিনতলা বাড়ি। তারই দু তলায় সিঁড়ি দিয়ে ওঠার মুখের ঘরেই থাকত পাকচর সন্দেহে ধৃত রাকেশ গুপ্তা ও মুকেশ রজক। মুকেশের বাড়ি পানাগড়ে। রাকেশের বাড়ি কলকাতার প্রিয়নাথ মল্লিক লেনে। স্থানীয় বাসিন্দারা বলছেন,পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই ঘরে থাকতো তারা। তবু এলাকার বাসিন্দাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতো। ছোট্ট ঘরে থাকতো সাত আট জনও। বাইরে থেকে আসতো অনেকেই। কখনও কখনও  ল্যাপটপ নিয়ে বেরিয়েও যেত তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এলাকার বাসিন্দাদের সঙ্গে দূরের কথা, পাশের ঘরের লোকের সঙ্গেও তারা মিশত না সেভাবে। তারা যে পাক চর তা ভেবে ওঠা যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, পুলিশ প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন। সেইসঙ্গে বাড়ির মালিকদেরও উচিত ভাড়াটেরা কোন কাজের সঙ্গে যুক্ত সে ব্যাপারে সতর্ক থাকা। নচেত এই ধরণের ঘটনা বাড়তেই থাকবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pakistan Spy: বলেছিল মাকে নিয়ে থাকবে, মাসে ভাড়াও দিত ৭হাজার টাকা, কে জানত ঘরেই মধ্যেই লুকিয়ে পাক গুপ্তচর! পুলিশ আসতেই টনক নড়ল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল