TRENDING:

করাচির বাসিন্দা কিন্তু নাম রয়েছে নৈহাটির ভোটার তালিকায়! এসআইআর আবহে চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

পশ্চিমবঙ্গে পরের বছরেই বিধানসভা ভোট, সেই আবহেই শুরু হয়ে গিয়েছে এসআইআরের তোড়জোড়। অবৈধ ভোটার ধরপাকড়ের জন্য শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। কিন্তু, এর মাঝেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নৈহাটি: পশ্চিমবঙ্গে পরের বছরেই বিধানসভা ভোট, সেই আবহেই শুরু হয়ে গিয়েছে এসআইআরের তোড়জোড়। অবৈধ ভোটার ধরপাকড়ের জন্য শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। কিন্তু, এর মাঝেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
পাক নাগরিকের নাম নৈহাটির ভোটার লিস্টে!
পাক নাগরিকের নাম নৈহাটির ভোটার লিস্টে!
advertisement

নৈহাটি বিধানসভা ভোটার লিস্টে পাকিস্তানের করাচির এক নাগরিকের নাম রয়েছে বলে জানালেন বারাকপুর এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই তথ্য সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, পাকিস্তানি নাগরিক সালেয়া ইমরানের নাম রয়েছে ভোটার তালিকায়। এই বিষয়টি, স্বীকার করে নিয়েছেন শাসক দলের বিধায়ক সনৎ দে। তাঁর স্ত্রী যে পাকিস্তানি সেই কথা স্বীকার করে নিয়েছেন সালেয়ার স্বামী মহম্মদ ইমরানও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন

জানা গিয়েছে, নৈহাটি বিধানসভায় ৮ নং ওয়ার্ডের গৌরীপুর এ টি ঘোষ লেনে পাকিস্তানের বাসিন্দা সালেয়া ইমারানের নাম ভোটার লিস্টে রয়েছে। আর নিয়ে আসরে নেমেছেন এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নৈহাটি বিধানসভায় ১১৫ নং পার্টে ভোটার লিস্টে জ্বলজ্বল করছে পাকিস্তানের করাচির বাসিন্দা সালেহা খাতুন ইমরানের নাম।আর সালেহা খাতুন পাকিস্তানি স্বীকার করলেন শাসক দলের নৈহাটির বিধায়ক সনৎ দে স্বয়ং। তবে ক্যামেরার সামনে স্ত্রী সালেহা ইমরানকে আনতে নারাজ তার স্বামী মহম্মদ ইমরান। তবে স্ত্রী পাকিস্তানের বাসিন্দা এই কথা স্বীকার করে নিয়েছেন মহম্মদ ইমরান নিজেই। তিনি জানান তাদের পাসপোর্ট এবং ভিসা সব কিছুই বাতিল করে দিয়েছে প্রশাসন। তবে তিনি জানান, স্ত্রী সালেহা খাতুন ইমরানের নাম ভোটার লিস্টে আছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করাচির বাসিন্দা কিন্তু নাম রয়েছে নৈহাটির ভোটার তালিকায়! এসআইআর আবহে চক্ষু চড়কগাছ সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল