আরও পড়ুনঃ পলাশীপাড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক, হাসপাতালে চিকিৎসাধীন তরুণী
বিতান অধিকারীর ছোটবেলা দুর্গাপুরে বড় বড় হয়ে ওঠা। তিনি এলাকার সেকেন্ডারি ডিএসপির কোয়াটারে থাকতেন পড়াশোনা করতেন শিবাজী স্কুলে। কাশ্মীরের পহেলগাঁও থেকে দুঃসংবাদ এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে এল কলকাতার বৈষ্ণবঘাটায়৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন৷
advertisement
আরও পড়ুনঃ রাতে ভাত খেতেই হবে? না খেলেই মন আনচান? বড় ভুল করছেন না তো! জানুন সত্যিটা!
বৈষ্ণবঘাটার মামাত দাদার বাড়িতেই স্ত্রী ছেলেকে রেখেছিলেন বিতান৷ সম্প্রতি কলকাতায় ফিরে সেখানেই থাকছিলেন তিনি৷ গত ১৬ এপ্রিল স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান বিতান৷ মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার বিতানও৷ ঘটনার খবর পেয়েই বৈষ্ণবঘাটার বাড়িতে যান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস৷ শোকস্তব্ধ পরিবারের পাশে রাজ্য সরকার সবরকম ভাবে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি৷ বিতানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রীও৷