TRENDING:

ফোন করলেই বাড়িতে অক্সিজেন, আসানসোলে চালুু 'অক্সিজেন অন হুইলস'

Last Updated:

৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর উদ্বোধন করলেন আসানসোল পুরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। মিলছে না ভ্যাকসিন। অভিযোগ, মিলছে না হাসপাতালে বেডও। চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। সিলিন্ডারের জন্যও লম্বা লাইন। প্রায় প্রতি মুহূর্তেই এমনই সাহায্যে চেয়ে বার্তা ছড়িয়ে পড়ছে ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে৷ অক্সিজেনের (Oxygen) প্রয়োজন হলেই এবার বাড়ির দরজায় পৌঁছে যাবে 'অক্সিজেন অন হুইলস'। এই উদ্যোগটি নিয়েছে 'কোভিড কেয়ার নেটওয়ার্ক'। এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক তথা লিভার ফাউন্ডেশন, ফিঙ্গারক্রসড ফাউন্ডেশন, আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি ও আসানসোল কোভিড ফাইটার।
advertisement

আজ, মঙ্গলবার এই 'অক্সিজেন অন হুইলস' উদ্যোগের জন্য ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর উদ্বোধন করলেন আসানসোল পুরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়। মূলত আসানসোল ও কুলটি মানুষের জন্যই এই পরিষেবা দেবে 'অক্সিজেন অন হুইলস'। বার্নপুর, ডিসেরগড় সহ-আসানসোলের যেখানে অক্সিজেন কনসেন্ট্রেটরের প্রয়োজন পড়বে সেখানে এই অক্সিজেন অন হুইলস পৌঁছে যাবে।

advertisement

কোভিড যুদ্ধে অক্সিজেনের ঘাটতি মেটাতে নিখরচায় পরিষেবা শুরু আসানসোলে। শহরবাসীকে বাঁচাতে এবার একটা ফোন করলেই বাড়িতে হাজির হবে অক্সিজেন। থাকবে অক্সিজেন কনসেন্ট্রটর। উদ্যোক্তরা জানিয়েছেন, ৭০০১৬৯৫৯৬৭/৯০৪৬৮৯৮৮৬৫/৭০০১৫৭৫৪৯০ এই ৩'টি নম্বরে ফোন করলে 'অক্সিজেন অন হুইলস' পরিষেবা পাওয়া যাবে৷ ২৫ মে অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে পরিষেবা। কোভিড আক্রান্ত শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বিশেষ পরিষেবা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

বেডের অভাবে অনেকক্ষেত্রে বাড়িতেই করোনা চিকিৎসা চলছে অনেক রোগীর। শ্বাসকষ্ট শুরু হলে হাতের কাছে অক্সিজেন না পেলেই অক্সিজেন স্য়াচুরেশনের হার নামছে। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতেই অনেকেই পাড়ি দিচ্ছেন চিরঘুমের দেশে। তাই আর কাউকে যাতে স্বজনহারা না হতে হয়, সব রোগীদের জন্যই এই বিশেষ পরিষেবা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফোন করলেই বাড়িতে অক্সিজেন, আসানসোলে চালুু 'অক্সিজেন অন হুইলস'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল