আজ, মঙ্গলবার এই 'অক্সিজেন অন হুইলস' উদ্যোগের জন্য ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর উদ্বোধন করলেন আসানসোল পুরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়। মূলত আসানসোল ও কুলটি মানুষের জন্যই এই পরিষেবা দেবে 'অক্সিজেন অন হুইলস'। বার্নপুর, ডিসেরগড় সহ-আসানসোলের যেখানে অক্সিজেন কনসেন্ট্রেটরের প্রয়োজন পড়বে সেখানে এই অক্সিজেন অন হুইলস পৌঁছে যাবে।
advertisement
কোভিড যুদ্ধে অক্সিজেনের ঘাটতি মেটাতে নিখরচায় পরিষেবা শুরু আসানসোলে। শহরবাসীকে বাঁচাতে এবার একটা ফোন করলেই বাড়িতে হাজির হবে অক্সিজেন। থাকবে অক্সিজেন কনসেন্ট্রটর। উদ্যোক্তরা জানিয়েছেন, ৭০০১৬৯৫৯৬৭/৯০৪৬৮৯৮৮৬৫/৭০০১৫৭৫৪৯০ এই ৩'টি নম্বরে ফোন করলে 'অক্সিজেন অন হুইলস' পরিষেবা পাওয়া যাবে৷ ২৫ মে অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে পরিষেবা। কোভিড আক্রান্ত শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বিশেষ পরিষেবা।
বেডের অভাবে অনেকক্ষেত্রে বাড়িতেই করোনা চিকিৎসা চলছে অনেক রোগীর। শ্বাসকষ্ট শুরু হলে হাতের কাছে অক্সিজেন না পেলেই অক্সিজেন স্য়াচুরেশনের হার নামছে। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতেই অনেকেই পাড়ি দিচ্ছেন চিরঘুমের দেশে। তাই আর কাউকে যাতে স্বজনহারা না হতে হয়, সব রোগীদের জন্যই এই বিশেষ পরিষেবা।
