রঞ্জিত সরকার, নদিয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল অনলাইন ডেলিভারি বয়ের। নদিয়ার কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের ওপর সোমবার বিকেলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ডেলিভারি বয়ের। মৃতের নাম সৌমেন রায় (৪৭)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়া এলাকায়।
জানা গিয়েছে, সোমবার ডেলিভারি দিতে যাওয়ার সময় কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের ওপর একটি বেসরকারি বিএড কলেজের সামনে বুদ্ধপার্কের দিক থেকে আসা একটি ৪০৭ গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকে থাকা ডেলিভারি বয়ের বাইকটিকে।
advertisement
ছুটে আসেন পথ চলতি মানুষ। গুরুতর আহত অবস্থায় সৌমেনকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা সৌমেনকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 9:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Online Delivery Boy: কী মর্মান্তিক! সজোরে এসে ধাক্কা মারল গাড়ি, নদিয়ায় মৃত্যু অনলাইন ডেলিভারি বয়ের!
