TRENDING:

Mandarmani News: মন্দারমণির উত্তাল সমুদ্রে বেপরোয়া স্নান, তলিয়ে গেলেন তিন পর্যটক! মৃত ১, নিখোঁজ আরও একজন

Last Updated:

ঘটনাটি দেখতে পেয়ে সমূদ্র পাড়ে উপস্থিত পর্যটকদের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়। ঘটনা নজরে আসতেই স্পিডবোট নিয়ে উদ্ধারে ঝাঁপায় পুলিশ।

advertisement
মন্দারমণির উত্তাল সমুদ্রে বেপরোয়া ভাবে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ৩ পর্যটক। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ওই পর্যটকদের ডুবতে দেখে স্থানীয়রা চিৎকার করলে স্পিড বোট নিয়ে তাঁদের উদ্ধারে ঝাঁপান কর্তব্যরত পুলিশ ও নুলিয়ারা।
স্পিড বোট নিয়ে তলিয়ে যাওয়া পর্যটকদের দু জনকে উদ্ধার করা হয়৷
স্পিড বোট নিয়ে তলিয়ে যাওয়া পর্যটকদের দু জনকে উদ্ধার করা হয়৷
advertisement

তলিয়ে যাওয়া তিন পর্যটকদের মধ্যে দু জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ১ জনকে মৃত বলে জানায়। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তবে এখনও পর্যন্ত একজনের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ জানিয়েছে।

স্থানীয় ভাবে এবং পুলিশ সূত্রে যা জানা গেছে, এ দিন দুপুর নাগাদ ওই পর্যটকরা অন্যদের মতোই সমূদ্র স্নানে নেমেছিলেন। তবে সমূদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করেই বেশ খানিকটা গভীরে চলে যান ওই তিন পর্যটক। ঢেউয়ের ধাক্কা সামলে তাঁরা আর ফিরতে পারছিলেন না।

advertisement

ঘটনাটি দেখতে পেয়ে সমূদ্র পাড়ে উপস্থিত পর্যটকদের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়। ঘটনা নজরে আসতেই স্পিডবোট নিয়ে উদ্ধারে ঝাঁপায় পুলিশ। অচেতন অবস্থায় দুই পর্যটককে উদ্ধার করা গেলেও ঢেউয়ের ধাক্কায় একজন তলিয়ে যান।

মন্দারমণি থানা সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোমবার উত্তর ২৪ পরগণার বারাসত থেকে ৩টি পরিবার মন্দারমণির একটি হোটেলে এসে উঠেছিল। মঙ্গলবার বেলার দিকে তাঁরা সমূদ্র স্নানে নামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

পুলিশের প্রাথমিক অনুমান, ওই পর্যটকরা মদ্যপ অবস্থায় সমূদ্র স্নানে নেমেছিলেন। সেই সঙ্গে সমূদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে তাঁরা বিপজ্জনক ভাবে গভীরে চলে গিয়েছিলেন। এখনও পর্যন্ত ওই পর্যটকদের নাম ও পরিচয় জানা যায়নি।নিখোঁজ পর্যটকের সন্ধানে স্পিড বোট নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mandarmani News: মন্দারমণির উত্তাল সমুদ্রে বেপরোয়া স্নান, তলিয়ে গেলেন তিন পর্যটক! মৃত ১, নিখোঁজ আরও একজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল