#কলকাতা: বৃহস্পতিবারের পর শুক্রবারও ভাটপাড়া অস্বস্তি অব্যহত তৃণমূল কংগ্রেসের। এদিন দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়ে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের মন্তব্য," শুনানি সোমবার হলে স্বর্গ ভেঙে পড়বে না।" সকাল সাড়ে দশটায় ভাটপাড়ার তিন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ-এর দৃষ্টি আকর্ষণ করে। আগেভাগেই মামলার নোটিশ রাজ্য ও মামলাকারীদের দিয়ে আসে তারা।
advertisement
দৃষ্টি আকর্ষণ পর্বে, শুরুতেই প্রশ্ন ধেয়ে যায় তৃণমূল কাউন্সিলরের আইনজীবীর উদ্দেশ্যে৷ কেন জরুরি শুনানির প্রয়োজন? বিচারপতি অরিন্দম সিনহার নির্দেশের প্রতিলিপি কোথায়? ডিভিশন বেঞ্চের এমন প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যান তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের আইনজীবী। তবে শেষমেশ সিঙ্গেল বেঞ্চে নির্দেশের প্রতিলিপি ডিভিশন বেঞ্চে পেশ না করতে পারার কারণে হতাশ হতে হয় তৃণমূল কংগ্রেসকে।
ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আসছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। সেই নির্দেশ প্রতিলিপি না থাকলে কিসের ভিত্তিতে শুনানি করবে ডিভিশন বেঞ্চ।এরপরই তৃণমূল কংগ্রেসের দ্রুত শুনানির আর্জি নাকচ করে দেয় আদালত। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কপি হাতে নিয়ে সোমবার শুনানির জন্য আসতে পরামর্শও দেওয়া হয়।
এদিকে এর আগে বৃহস্পতিবার টানটান লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে পরাজয় হজম করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ভাটপাড়া পুরসভায় বিজেপির চেয়ারম্যানকে অনাস্থায় সরিয়ে দেওয়ার পরও আদালতের নির্দেশে খাতায়-কলমে চেয়ারম্যান থেকে গিয়েছে সেই বিজেপির কাউন্সিলর।বিচারপতি অরিন্দম সিনহা'র নির্দেশ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা।তাঁদের যুক্তি, সাম্প্রতিক কর্ণাটক, মহারাষ্ট্র বিধানসভার দিকে নজর দিলেই বোঝা যায় অনাস্থা আসলে কী।
সুপ্রিম কোর্ট বারবার পর্যবেক্ষণে জানিয়েছে, গণতন্ত্রের শেষ কথা 'সংখ্যা'। ভাটপাড়া পুরসভায় সেই সংখ্যা যখন তৃণমূল কংগ্রেসের পক্ষে তখন বিজেপির চেয়ারম্যানের এক মুহুর্ত পদে থাকা উচিত নয়। সিঙ্গল বেঞ্চের হার থেকে শিক্ষা নিয়ে শুক্রবার নতুন লড়াইয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চে এদিন ভাটপাড়া অনাস্থা প্রসঙ্গ তুলে ধরবে তৃণমূল কাউন্সিলরদের আইনজীবী। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন রাখা হবে। ডিভিশন বেঞ্চ তা মঞ্জুর করলে,শুক্রবারই শুনানি করে ভাটপাড়া অনাস্থার ফয়সালা চায় তৃণমূল।
আরও পড়ুন - শনশন করে বইছে হাওয়া, সঙ্গে বৃষ্টি, শীত নিয়ে আরও কী জানাল আবহাওয়া দফতর
পুরুলিয়ার ঝালদা পুরসভায় ২০১৬ সালের ঘটনা সামনে রেখে বিচারপতি অরিন্দম সিনহা বৃহস্পতিবার রায় দেন। তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের যুক্তি, ঝালদা পুরসভায় ভাইস চেয়ারম্যান এর অনাস্থা বৈঠক বৈধ রাখে হাইকোর্ট এটা সত্যি তবে বৈঠক ডাকা থেকে তা সংঘঠিত হওয়া পর্যন্ত সময়কাল কমিয়ে দেয় আদালত।এই দ্বিতীয় জায়গাটি হাতিয়ার করছে এবার তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ডিভিশন বেঞ্চে ভাটপাড়া মামলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা।
আরও দেখু ন