TRENDING:

স্কুল ফেরত মেয়েদের দেখিয়ে মাঝ রাস্তায় স্বমেহন করতে গিয়ে ধৃত এক ব্যক্তি

Last Updated:

কাটোয়া পাওয়ার হাউস পাড়ায় একইভাবে সে মেয়েদের দেখে স্বমেহন করছিল। তখনই হাতে নাতে ধরা পড়ে ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটোয়া: রাস্তায় দাঁড়িয়ে স্বমেহন করতেন ভদ্রলোক। স্কুল ফেরত মেয়েদের দেখিয়ে দেখিয়ে তিনি মাঝ রাস্তায় স্বমেহন করতেন। অনেকদিন ধরেই চলছিল এই ঘটনা। মেয়েরা সাহস পাচ্ছিল না কাউকে জানানোর। তবে এর মধ্যেই এক স্কুল ছাত্রী নিজের মোবাইল ক্যামেরায় ওই ব্যক্তির কুকর্মের ভিডিও তোলে। এবং তারপর সেটিকে পাড়ার দাদাদের কাছে নিয়ে গিয়ে দেখায়। ভিডিও দেখে লোকটিকে খুঁজতে শুরু করে তারা। কাটোয়া পাওয়ার হাউস পাড়ায় একইভাবে সে মেয়েদের দেখে স্বমেহন করছিল। তখনই হাতে নাতে ধরা পড়ে ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম মানব পণ্ডিত। পেশায় রঙ মিস্ত্রি।
advertisement

পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দিলে, সে স্বীকার করে নেয় নিজের কুকর্মের কথা। এবং সে নিজের কর্মের জন্য পস্তাতে শুরু করে। মানব নিজে বিবাহিত। তবে এই ঘটনায় এলাকার লোক উত্তেজিত হয়ে পড়েন। তবে পুলিশের জন্য গণপিটুনির হাত থেকে অভিযুক্ত রেহাই পেলেও পুলিশের হেফাজতেই রাখা হয়েছে তাকে। অভিযুক্তের কোনও মানসিক সমস্যা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল ফেরত মেয়েদের দেখিয়ে মাঝ রাস্তায় স্বমেহন করতে গিয়ে ধৃত এক ব্যক্তি