TRENDING:

বছর ঘুরলেই ভোট, তার আগে মেদিনীপুরে ধরা পড়ল ভুয়ো ভোটার! কী বলছে তৃণমূল-বিজেপি?

Last Updated:

অভিযোগ, ওই একই বাড়ির নম্বরে রবীন্দ্রনাথ মাহালির ভোটার কার্ড রয়েছে। আবার রবীন্দ্রনাথ অধিকারীরও ভোটার কার্ড আছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, শোভন দাসঃ মেদিনীপুর বিধানসভা এলাকায় ভুয়ো ভোটারের হদিশ। মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের কালগাং মালিয়াড়া ১৩১ নং বুথে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, এই বুথে মোট ভোটার সংখ্যা ১২১৯। এর মধ্যে একজন ভোটার ভুয়ো বলে অভিযোগ। সেই ব্যক্তির নাম রবীন্দ্রনাথ অধিকারী। বাড়ির নম্বর- ২১৮, ক্রমিক সংখ্যা- ২৯।
মেদিনীপুরে মিলল ভুয়ো ভোটারের খোঁজ। প্রতীকী ছবি
মেদিনীপুরে মিলল ভুয়ো ভোটারের খোঁজ। প্রতীকী ছবি
advertisement

অভিযোগ, ওই একই বাড়ির নম্বরে রবীন্দ্রনাথ মাহালির ভোটার কার্ড রয়েছে। আবার রবীন্দ্রনাথ অধিকারীরও ভোটার কার্ড আছে। বিজেপির অভিযোগ, রবীন্দ্রনাথ অধিকারীর নামটাই ভুয়ো। এই নামে এলাকায় কোনও ভোটার নেই। অভিযোগ স্বীকার করে নিয়েছে শাসকদল তৃণমূল। জোড়াফুল শিবিরও জানিয়েছে এই নাম ভুয়ো ভোটারের।

আরও পড়ুনঃ দুপুরে বেরিয়েছিলেন, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান স্কুল ছাত্রী! কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ

advertisement

রবীন্দ্রনাথ মাহালির পরিবারের সদস্যদের দাবি, এই নামের কোনও ব্যক্তি এই বাড়িতে থাকেন না। ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা। BLO-র ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি। অন্যদিকে প্রশ্নের মুখে পড়তেই নিজের ভুলের কথা কার্যত স্বীকার করে নেন সংশ্লিষ্ট বুথের পূর্বতন বিএলও সুদর্শন পাঁজা।

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এবার পশ্চিম মেদিনীপুরের কালগাং মালিয়াড়া ১৩১ নং বুথে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গেল। ব্যক্তির নাম রবীন্দ্রনাথ অধিকারী। বিজেপির দাবি, এই নামে এলাকায় কোনও ভোটার নেই। তৃণমূলও জানিয়েছে এই নাম ভুয়ো।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বছর ঘুরলেই ভোট, তার আগে মেদিনীপুরে ধরা পড়ল ভুয়ো ভোটার! কী বলছে তৃণমূল-বিজেপি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল