জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আনোয়ারা মাঝি তার মেয়ে সারিদা বিবিকে নিয়ে কোলকাতায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অটো করে ক্যানিংয়ে যাচ্ছিলেন ৷ অটোতে আটজন যাত্রী ছিল। ক্যানিং ব্রিজের কাছে অটো দাঁড়ালে হঠাৎ পিছন থেকে ধাক্কা মারে আরেকটি অটো । তার পরে ঘাতক অটোর চালক পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের । বাকিরা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে ।
advertisement
আনোয়ারা মাঝিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । এদিকে ক্যানিং থানার পুলিশ অটো দুটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
অটো দুর্ঘটনায় এর আগেও দুর্ঘটনা ঘটেছে তবুও অটো দৌরত্ব কমছে না শহরে । অতিরিক্ত যাত্রী তোলা আর অটো চালকদের মধ্যে যাত্রী নিয়ে রেষারেষি এখন নিত্যদিনের ঘটনা ৷