TRENDING:

ফরাক্কাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত ১, জখম ৫

Last Updated:

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আতিউর রহমান ও আলতাব সেখের পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফরাক্কা: ফরাক্কাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত এক ৷ আহতের সংখ্যা ৫। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কা ঘোলাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত্যু হয় এক মহিলার ৷ গুরুতর আহত হন পরিবারের আর পাঁচজন সদস্য ।
advertisement

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আতিউর রহমান ও আলতাব সেখের পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল। মঙ্গলবার দুপুরে বিদ্যুতের তার আতিউর রহমানের জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এই নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ বচসা থেকে ঘটনা হাতাহাতিতে পৌঁছয় ৷ গন্ডগোলের জেরে জখম হন আতিউর রহমান। আহত হন পরিবারের আরও বেশ কয়েকজন ৷ ঘটনার জেরে তার স্ত্রীকে লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

আতিউর রহমান ছেলে মোবরক হোসেনের অভিযোগ, তার দাদুর জমি ও আলতাব সেখ ও আনারুল পরিবারে জমি পাশাপাশি । জমি সংক্রান্ত নিয়ে বিবাদ চলছিল । আলতাব সেখ ও আনারুল সেখের পরিবারের সদস্যরা আতিউর রহমানের জমির উপর দিয়ে বিদ্যুৎ তার নিয়ে যাচ্ছিল এবং তার প্রতিবাদ করা হয়। প্রতিবাদ করতে গেলে আতিউর রহমানকে মারধর করা হয় ৷ তার স্ত্রীকে লাঠি ও ইট দিয়ে মারধর করা হয় ৷ বাকিদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। জখম পাঁচজন কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আতিউর রহমানের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ । এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফরাক্কাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত ১, জখম ৫