TRENDING:

বারুইপুরে বাজ পড়ে মৃত ১ , আহত ২

Last Updated:

একই দিন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বাজ পড়ে জখম হন পশ্চিম রামনগরের সেলিমা বিবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর: নিজের পেয়ারাবাগানে পেয়ারা ভাঙতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটে বারুইপুর থানার কল্যানপুর পঞ্চায়েতের নিহাটা এলাকায়। পুলিস সুত্রে খবর, এদিন বিকালের পর ঝড় বৃষ্টির সময় পেয়ারা ভাঙতে যান নিহাটার বাসিন্দা আনন্দবাবু। সন্ধে হলেও বাড়িতে না আসায় তার খোঁজ নিতে গেলে দেখা যায় বাগানে পড়ে আছে বাজ পড়ে ঝলসে দেহ। সাথে সাথে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
advertisement

একই দিন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বাজ পড়ে জখম হন পশ্চিম রামনগরের সেলিমা বিবি। কেয়াতলায় ঘরের চাল ঠিক করতে গিয়ে বাজ পড়ে আহত হন শ্রীধর প্রামানিক। সেলিমা বিবি ও শ্রীধর প্রামানিক কে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। সামান্য আহত হয়েছে বলে চিকিৎসকরা জানায়। নাম আনন্দ নস্কর(৩৮)।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারুইপুরে বাজ পড়ে মৃত ১ , আহত ২