TRENDING:

Purulia News : পাহাড়, ঝর্ণা, মন্দির কি নেই এখানে? না দেখলেই মিস করবেন

Last Updated:

একদিনে এই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব নয়। পুরোনো দিনের অনেক ঐতিহ্য সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া :  শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম গড় পঞ্চকোট। সারা বছরই এই জায়গায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। ‌ শীতের শুরুতে ধীরে , ধীরে পর্যটকদের ভিড় বাড়ছে গড় পঞ্চকোটে। ‌প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন দুইয়েরই দেখা মেলে গড় পঞ্চকোটে। তাই কর্মব্যস্ততা থেকে দুদিন নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এই গড় পঞ্চকোটকে বেছে নেন।
advertisement

‌এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি। একদিনে এই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব নয়। পুরোনো দিনের অনেক ঐতিহ্য সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রীতিমত তারা মুগ্ধ হয়ে গিয়েছেন এত সুন্দর নিদর্শনগুলি দেখতে পেয়ে। তাদের খুবই ভালো লাগছে। একদিনের উইকেন্ড ট্যুর হিসাবে খুবই ভালো জায়গাটি।

advertisement

আরও পড়ুন: হাতের কাছে অপরূপ প্রকৃতি, খরচ হবে সামান্যই, পুরুলিয়ার লুকানো স্বর্গ ঝরনাকোচা

এ বিষয়ে গড় পঞ্চকোটের এক ট্যুর গাইড বলেন , পুরানো দিনের অনেক মন্দির , পাহাড় , ঝর্ণা রয়েছে গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোটকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ চলছে। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে আর শীতের দিনে পর্যটকদের ঢল অনেকটাই বাড়ে। পর্যটকদের উপরেই তাদের রুটি রুজি চলে। ‌

advertisement

View More

আরও পড়ুন: দু’দিন নিরিবিলিতে সময় কাটাতে চান, ঘুরে আসুন পুরুলিয়ার ‘এই’ জায়গায়!

মানভূম জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত গড় পঞ্চকোট। ‌ সবুজে ঘেরা একেবারেই শান্ত নির্মল উপত্যকা এটি। পাখিদের কিচিরমিচির ও ঐতিহাসিক নিদর্শনে ঘেরা পঞ্চকোট। সরকারি ও বেসরকারি দুই ধরনেরই লজ রয়েছে এখানে থাকার জন্য। প্রিয়জনের সঙ্গে একদিন সময় কাটানোর সেরা ঠিকানা এই গড় পঞ্চকোট। তাই প্রকৃতির কোলে একান্তে সময় কাটাতে অনেকেই ছুটে আসেন এই জায়গায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : পাহাড়, ঝর্ণা, মন্দির কি নেই এখানে? না দেখলেই মিস করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল