এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি। একদিনে এই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব নয়। পুরোনো দিনের অনেক ঐতিহ্য সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রীতিমত তারা মুগ্ধ হয়ে গিয়েছেন এত সুন্দর নিদর্শনগুলি দেখতে পেয়ে। তাদের খুবই ভালো লাগছে। একদিনের উইকেন্ড ট্যুর হিসাবে খুবই ভালো জায়গাটি।
advertisement
আরও পড়ুন: হাতের কাছে অপরূপ প্রকৃতি, খরচ হবে সামান্যই, পুরুলিয়ার লুকানো স্বর্গ ঝরনাকোচা
এ বিষয়ে গড় পঞ্চকোটের এক ট্যুর গাইড বলেন , পুরানো দিনের অনেক মন্দির , পাহাড় , ঝর্ণা রয়েছে গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোটকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ চলছে। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে আর শীতের দিনে পর্যটকদের ঢল অনেকটাই বাড়ে। পর্যটকদের উপরেই তাদের রুটি রুজি চলে।
আরও পড়ুন: দু’দিন নিরিবিলিতে সময় কাটাতে চান, ঘুরে আসুন পুরুলিয়ার ‘এই’ জায়গায়!
মানভূম জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত গড় পঞ্চকোট। সবুজে ঘেরা একেবারেই শান্ত নির্মল উপত্যকা এটি। পাখিদের কিচিরমিচির ও ঐতিহাসিক নিদর্শনে ঘেরা পঞ্চকোট। সরকারি ও বেসরকারি দুই ধরনেরই লজ রয়েছে এখানে থাকার জন্য। প্রিয়জনের সঙ্গে একদিন সময় কাটানোর সেরা ঠিকানা এই গড় পঞ্চকোট। তাই প্রকৃতির কোলে একান্তে সময় কাটাতে অনেকেই ছুটে আসেন এই জায়গায়।
শর্মিষ্ঠা ব্যানার্জি