TRENDING:

সই জাল করে জাল নথি তৈরি! ধৃত এক, তদন্তে পুলিশ... এই জেলায় হচ্ছেটা কী?

Last Updated:

পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। কোথা থেকে আসত এই জাল ফর্মা, নকল সিল? তদন্তে নেমে চক্রের পর্দাফাঁস করতে তৎপর পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর: জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু ৩ নম্বর নয়, ৯, ১২, এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
উদ্ধার হওয়া জাল সইয়ের নথি
উদ্ধার হওয়া জাল সইয়ের নথি
advertisement

চাঞ্চল্যজনকভাবে দেখা গিয়েছে, প্রতিটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই! স্পষ্ট, সুপরিকল্পিত ভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ঢালুয়া নবপল্লীর বাসিন্দা প্রশান্ত নাথ। সে রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তোলে জাল সার্টিফিকেট তৈরির কারখানা। তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট-সহ একাধিক সরকারি পরিচয়পত্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। কোথা থেকে আসত এই জাল ফর্মা, নকল সিল? তদন্তে নেমে চক্রের পর্দাফাঁস করতে তৎপর পুলিশ। সতর্ক না হলে সাধারণ মানুষও সহজেই এই প্রতারণার শিকার হতে পারেন বলেই মনে করছেন তদন্তকারীরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সই জাল করে জাল নথি তৈরি! ধৃত এক, তদন্তে পুলিশ... এই জেলায় হচ্ছেটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল