উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারী সীমান্ত এলাকার ঘটনা। পাচারকারীর হেফাজত থেকে ১২ কিলো ৭০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। স্কুটির টিউবের মধ্য লুকিয়ে রুপোর গহনা পাচারের চেষ্টা করছিল ওই পাচারকারী।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত পাচারকারীর নাম রাশেদ সাহাজি। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরুপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর উত্তরপাড়ায়। সে ওই রুপার গয়নাগুলি ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট দিয়ে একটি স্কুটির ভিতরে লুকিয়ে বাংলাদেশে প্রচার করার চেষ্টা করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা হাকিমপুর চেকপোস্টে স্কুটিটিকে দাঁড় করায় এবং তল্লাশি শুরু করে। তারপরেই বেরিয়ে আসে ১২ কিলো ৭০০ গ্রাম রুপার গয়না। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ইতিমধ্যে রাশেদ সাহাজির স্কুটি এবং রুপোর গয়না তেতুলিয়া শিল্প দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।