ঢোলাহাটের পাথরবেড়িয়া মোড় থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৫, ৩৭৬ (২) (এন) ধারা, ৬ পকসো ও ৯ চাইল্ড ম্যারেজ আইনে মামলা রুজু করে মঙ্গলবার তাকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- Howrah News: অন্ধকারে জ্বলছে চোখ! রাতের পথে ওটা কী! অচেনা বন্যপ্রাণীকে ঘিরে রহস্য তীব্র
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা বছর ১৫-র এক নাবালিকা গত বছরের মে মাসের ৩ তারিখ, মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান না পাওয়ায় ৫ই মে বৃহস্পতিবার ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ১৫ই মে রবিবার ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করার পর এর নেপথ্য থাকা কোচফলের বাসিন্দা কৌশিক হালদারের সন্ধান পায় পুলিশ। পুলিশের আঁচ পেয়ে তার পর থেকে ফেরার ছিল কৌশিক। পুলিশও তার খোঁজে তল্লাশি শুরু করে।
আরও পড়ুন- কোলাঘাটে এখন শুধুই কলতান, নতুন অতিথিদের দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়
স্থান পরিবর্তন করে একাধিক জায়গায় থাকতে শুরু করে সে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পাথরবেড়িয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর পরই ওই যুবককে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ওই নাবালিকার পরিবারের লোকজন।
নবাব মল্লিক






