এদিকে রথ যাত্রা উৎসবে বন্ধ সব আনন্দ । মন খারাপ বাচ্চা থেকে বড়দের। ফলত একটু ভাবতেই চাংগুড়িয়া গ্রামের খুদেদের মাথা থেকে বের হল দারুণ বুদ্ধি । শুরু হল মোবাইলে রথ প্রস্তুতি দেখা। তারপরই কোমরে গামছা বেঁধে বাচ্চারা নেমে পড়ল কাজে । শুরু হল রথ বানানোর কাজ। তা দেখে বড়ো থেকে বুড়ো উৎসাহ দেন সবাই। এমন কী বাচ্চাদের এত সুন্দর উদ্যোগ সফল করতে সাথে সাথে হাত লাগান এলাকার বড়রাও। তারা বলেন, এই কঠিন পরিস্থিতিতে গ্রামের বাচ্চাদের এমন উদ্যোগে দারুণ খুশি তারা। রথ যাত্রার প্রায় সাত আট দিন আগে থেকেই চাংগুড়িয়া গ্রামের বাচ্চারা শুরু করে ফেলে তোড়জোড়। এই রথ প্রতি বছরই হয় তাদের গ্রামে। তবে এবার সেই রথ কেনা নয়, বানানো হয়েছে কাঠ দিয়ে নিজেদের হাতেই। এই বাচ্চাদের হাতে বানানো রথই ঘুরবে গোটা চাংগুড়িয়া গ্রাম।সিউড়ির সমাজ সেবক শ্রীকান্ত বসু জানিয়েছেন মোবাইলে গেমের বদলে রথ তৈরির জন্য ব্যবহার খুব ভাল উদ্যোগ৷ অন্যদিকে আকাশ দাস ও গোপাল দাস যারা রথ তৈরি করল তারাও রথের দড়িতে টান দিয়ে খুশি খুব।
advertisement
