TRENDING:

Didir Doot: সংসার বিমুখ বৌমা, ফিরিয়ে দিন! বৃদ্ধার আর্জি শুনে হতভম্ব দিদির দূত রাজ্য়ের মন্ত্রী

Last Updated:

শুক্রবার দিদির দূত কর্মসূচি নিয়ে গাইঘাটার ধর্মপুর ২ গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটিতে যান বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনিরুদ্ধ কীর্তনীয়া, গাইঘাটা: কেউ সরব হচ্ছেন রাস্তার দাবিতে, কারও দাবি পানীয় জল। আবার বিধায়ক, সাংসদকে সামনে পেয়ে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য় ভাতা না পাওয়া নিয়ে অভিযোগ জানাচ্ছেন অনেকে।
বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে সমস্য়ার কথা জানাচ্ছেন গীতা সরকার।
বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে সমস্য়ার কথা জানাচ্ছেন গীতা সরকার।
advertisement

কিন্তু উত্তর চব্বিশ পরগণার গাইঘাটায় দিদির দূত হয়ে গিয়ে যে সমস্য়ার কথা শুনতে হল, তা শুনে কী সুরাহা করবেন ভেবে পেলেন না রাজ্য়ের মন্ত্রী!

সংসার ছেড়ে চলে যাওয়া বৌমাকে ফিরিয়ে দেওয়ার জন্য় মন্ত্রীর দ্বারস্থ হলেন শাশুড়ি। পারিবারিক সমস্য়ায় ঢুকতে না চেয়ে আলোচনার মাধ্য়মে সমস্য়ার সমাধান করার পরামর্শ দিলেন বনমন্ত্রী।

আরও পড়ুন: বয়স ৯৩, বৃদ্ধ এসে নিজের পরিচয় দিতেই বীরভূমে চমকে উঠলেন দিদির দূত

advertisement

শুক্রবার দিদির দূত কর্মসূচি নিয়ে গাইঘাটার ধর্মপুর ২ গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটিতে যান বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। সেখানেই তাঁর দ্বারস্থ গীতা সরকার নামে এক বৃদ্ধা। মন্ত্রীকে গীতাদেবী জানান, তাঁর ছেলে পরেশ সরকারের সঙ্গে পনেরো বছর আগে বিয়ে হয়েছিল নদিয়ার বাসিন্দা স্বপ্না সরকারের। কিন্তু সাত বছর আগে থেকেই পুত্রবধূ সংসার ছেড়ে বার বার চলে যাচ্ছিলেন। কিন্তু আবার ফিরেও আসেন। কিন্তু দু' বছর আগে বৌমা সংসার ছেড়ে চলে যাওয়ার পর আর ফেরেননি।

advertisement

আরও পড়ুন: থানায় ঢুকে দাদাগিরির অভিযোগ, তৃণমূল বিধায়ককেই ঠায় বসিয়ে রাখলেন দাবাং এসডিপিও

মন্ত্রীর কাছে ওই বৃদ্ধার কাতর আবেদন, বৌমার সংসার করতে চাইছে না। ফলে, ছেলের সংসার বাঁচাতে মন্ত্রীর দ্বারস্থ হন গীতাদেবী। বৌমাকে ফেরানোর ব্য়বস্থা করতে বনমন্ত্রীকে উদ্য়োগী হতে অনুরোধ করেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বৃদ্ধার এমন আর্জি শুনে পোড়খাওয়া রাজনীতিক জ্য়োতিপ্রিয়বাবুও খানিক অস্বস্তির মধ্য়েই পড়ে যান। শেষ পর্যন্ত অবশ্য় পারিবারিক সমস্য়ার মধ্য়ে ঢুকতে চাননি মন্ত্রী। বিষয়টিতে রাজনীতির রং না লাগিয়ে নিজেদের মধ্য়ে আলোচনার মাধ্য়মে সমস্য়া মিটিয়ে দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didir Doot: সংসার বিমুখ বৌমা, ফিরিয়ে দিন! বৃদ্ধার আর্জি শুনে হতভম্ব দিদির দূত রাজ্য়ের মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল