স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ এবং হাসনাবাদ থানা এলাকার সংযোগস্থল ভেবিয়া শ্মশানে চাঁপাপুকুর দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল একটি ভারী ডাম্পার। সেই সময় বিপরীত দিক থেকে বাজার সেরে সাইকেলে করে ফিরছিলেন নুরো মোল্লা। আচমকা একটি ট্রাক তাঁর সাইকেলে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ঠিক তখনই ডাম্পারের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পুলিশে খবর দেন। মিনাখা থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ওই রাস্তায় ভারী যান চলাচল বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত গতিতে চলা ডাম্পার এবং ট্রাকের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কে। প্রশাসনের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
advertisement
নিহতের পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতোই সকালবেলা বাজার করতে বেরিয়েছিলেন নুরো মোল্লা। কয়েক মিনিটের ব্যবধানে তাদের জীবনে নেমে আসে অন্ধকার। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে এসে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।