৭৫ বছর বয়সের ছবি পাল। ছবি দেবীর অভিযোগ, তার একমাত্র চাষযোগ্য জমি কয়লা উত্তোলনের জন্য অধিগ্রহণ করা হয়েছে। কুলটির রামনগর কোলিয়ারি সেই জমি নিয়েছিল। পরিবর্তে তাকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে ১৫ বছর কেটে গিয়েছে। ছবি দেবীর অভিযোগ এখন খনি কর্তৃপক্ষ দাবি করছে, তাঁর কোনও জমি খনি কর্তৃপক্ষ অধিগ্রহণ করেনি।
advertisement
আরও পড়ুন : দুর্গাপুরে ৮ হাজার কোটি বিনিয়োগ ডিভিসি’র, নতুন সম্ভাবনা শিল্প শহরে
যদিও চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে একাধিকবার কোলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন ছবি দেবী। বিগত ১৫ বছরের এই সময়ে হারিয়ে ফেলেছেন স্বামীকে। চাকরি, ক্ষতিপূরণ কিছুই পাননি। চাষের জমিও হারিয়ে ফেলেছেন। কি করে তার দিন গুজরান হবে, তা ভেবে দিশেহারা হয়ে উঠছেন এই বৃদ্ধা। তাই উপযুক্ত ক্ষতিপূরণ অথবা জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুরু করেছেন অনশন।
আরও পড়ুন : আশঙ্কা সত্যি করে হুড়মুড় করে ভেঙে পড়ল স্কুল ভবন
নিজের দাবি পূরণের জন্য এতটা বয়স হওয়া সত্ত্বেও তিনি শুরু করেছেন অনশন। কুলটির রামনগর সেলের কোলিয়ারির সামনে তিনি অনশন শুরু করেছেন। যদিও এই ব্যাপারে খনি কর্তৃপক্ষ বিশেষ কিছু বলতে চাইনি। কোলিয়ারির এক আধিকারিক জানিয়েছেন, সংস্থার ভূমি দফতরের হিসাব অনুযায়ী বৃদ্ধার কোনও জমি অধিগ্রহণ করে কয়লা উত্তোলন করা হয়নি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে এই বিষয়ে তারা বৃদ্ধার সঙ্গে আলোচনা করতে রাজি বলে জানা গিয়েছে।
নয়ন ঘোষ





