TRENDING:

Bankura News: "উফ্ দারুণ আরাম"! বিদেশি চিকিৎসায় যন্ত্রণা মুক্ত বাঁকুড়া

Last Updated:

বাঁকুড়ার প্রসেনজিত চট্টোপাধ্যায় নিজের সাইটিকার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন চাইরোপ্র্যক্সির মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী, বাঁকুড়া: যন্ত্রণা মুক্ত বাঁকুড়া! এই যন্ত্রণা হাড়ের যন্ত্রণা, এই যন্ত্রণা মজ্জায় মজ্জায়। কী করে রেহাই পাবেন বয়স্ক মানুষেরা কিংবা যারা সারাদিন চেয়ারে বসে কাজ করছেন, তাঁরা? আদেও কীভাবে যন্ত্রণা মুক্ত বাঁকুড়া হবে, সেই দিশা দেখল বাঁকুড়াবাসি। বাঁকুড়ায় চাইরোপ্রাক্টর! অভিজ্ঞ একজন চাইরোপ্রাক্টর।
advertisement

বাঁকুড়ার প্রসেনজিত চট্টোপাধ্যায় নিজের সাইটিকার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন চাইরোপ্র্যক্সির মাধ্যমে, চিকিৎসা করেছিলেন ডঃ সঞ্জয় সরকার। সেই কারণেই প্রসেনজিত চট্টোপাধ্যায় \”পেইন ফ্রি বাঁকুড়া\” গড়তে আমন্ত্রণ জানিয়েছিলেন ডঃ সঞ্জয় সরকারকে। পঞ্চাশের উর্ধ্বে যাদের বয়স তাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থেকেই থাকে শারীরিক। শারীরিক চলন গমনের অভাব এবং খাদ্যাভ্যাসের অসামঞ্জস্যতার কারণে। তাদের কথা চিন্তা করেই এই কর্মশালার আয়োজন।

advertisement

আরও পড়ুন: মহেশতলার নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়, স্বামীই কি ছক কষে খুন করল স্ত্রী শিল্পীকে?

প্রথাগত চিকিৎসাগুলির মধ্যে অন্যতম হল এই চিকিৎসা। ডক্টর সঞ্জয় সরকার জানান, শরীরে যন্ত্রনা দূর করতে বিভিন্ন প্রথাগত চিকিৎসা থেকে অনেক বেশি সাশ্রয়ী এই চাইরোপ্র্যক্সি। বিদেশের মেডিকেল স্কুলগুলিতে ডিগ্রি অর্জন করা যায় এই চিকিৎসার উপর। এছাড়াও চিকিৎসক জানান যে, ভারতের মেডিকেল কলেজগুলিতেও চাইরোপ্র্যক্সি নিয়ে ডিগ্রি করার সুযোগ থাকা উচিত বলে মনে করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটার আগের রাতে একলাফে বাড়ল দাম! একদিনে লক্ষ লক্ষ টাকা আয়, ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি
আরও দেখুন

বাঁকুড়ার মাটিতে বিদেশি চিকিৎসা! যা দিচ্ছে যন্ত্রণা মুক্ত করার আশা। যন্ত্রণা মুক্ত বাঁকুড়া গড়তে বাঁকুড়ায় হাজির মার্কিন ফেরত চিকিৎসক। তাহলে কী এবার ওষুধ, অপারেশন এবং ট্যাবলেট ছেড়ে চাইরোপ্র্যক্সির দিকে ঝুঁকবে বাঁকুড়া?

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: "উফ্ দারুণ আরাম"! বিদেশি চিকিৎসায় যন্ত্রণা মুক্ত বাঁকুড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল