আগামী রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তীব্র রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে। বিরোধী শিবিরের অনেক নেতাই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন।
আরও পড়ুন: কর্ণাটকে ভরাডুবির পর বিজেপি-র অন্দরে ঝড়, সরতে পারেন রাজ্য সভাপতি
সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে টুইটে প্রশ্ন তুলেছেন নতুন সংসদ ভবন কেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তাঁর বক্তব্য, সংসদ হচ্ছে দেশের সর্বোচ্চ আইনসভা। সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতিই দেশের সরকার, বিরোধী পক্ষ এমনকি প্রতিটি নাগরিকেরও প্রতিনিধিত্ব করেন। তিনি সংবিধানের রক্ষক। তিনিই সংসদের যৌথ অধিবেশনের উদ্বোধন করেন। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিরই সংসদ ভবন উদ্বোধন করার কথা।
advertisement
একইসঙ্গে খাড়্গের অভিযোগ, দলিত, আদিবাসী সমাজের প্রতিনিধি হিসাবে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করা যে বিজেপি ও আরএসএসের নির্বাচনী চমক তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আমন্ত্রণ না জানানোয় কেন্দ্রের শাসকদলকে কাঠগড়ায় তোলেন খাড়গে।
রাহুল গান্ধি রবিবার এই ইস্যুতে দাবি জানান, প্রধানমন্ত্রী নন নতুন সংসদ ভবন উদ্বোধন করার কথা দেশের রাষ্ট্রপতির। সমালোচনা করেন আরও অনেক বিরোধী নেতানেত্রী। অবশ্য, নতুন সংসদ ভবনের শিলান্যাস অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন না রাষ্ট্রপতি। ওই সময় রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। কিন্তু ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।
আগামী ২৮মে নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর বিতর্ক তৈরি হয়েছে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন নিয়েও। ঘটনাচক্রে ২৮ মে তারিখটি হিন্দুত্ববাদী নেতা বিনায়ক সাভারকারের জন্মদিন। কেন ওই দিনটকে সংসদ ভবনের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হল, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।