একেবারেই বিলাসবহুল ব্যবস্থা এই রিসর্টে। চারিদিক পাহাড়ে ঘেরা মাঝখানে টেন্ট ও রিসর্ট। সম্পূর্ণ প্রকৃতির কোলে একেবারে নৈস্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় এই বেসরকারি রিসর্টে। তাই অন্যরকম পর্যটনের স্বাদ নিতে অনেকেই ছুটে আসেন এখানে। অফবিট ডেস্টিনেশনের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে এই বেসরকারি ফরেস্ট রিসর্ট।
এখানে রয়েছে ৯ টি লাক্সারি সুইস টেন্ট, ২৮ টি রুম, লাক্সারি সুইমিং পুল, আউটসাইড সিটিং উইথ বন ফায়ার, ইনডোর গেম , আউটডোর গেম , নেচার ট্যুর, বার্ড ওয়াচিং, স্পা-সহ এন্টারটেইনমেন্টের বিভিন্ন আয়োজন। খাবার দাবারের মধ্যে থাকছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের রকমারি আয়োজন। এছাড়াও সকালের ব্রেকফাস্টে থাকছি বুফের ব্যবস্থা। এই ফরেস্ট রেসর্টে প্রায় ৩০ জন কর্মী বর্তমানে কর্মরত। একেবারে নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই ছুটে আসেন এই এই ফরেস্ট রিসর্টে।
advertisement