TRENDING:

Offbeat Tourism: প্রকৃতির কোলে সময় কাটাতে চান? তাহলে চলে আসুন পুরুলিয়ার এই 'অফবিট' জায়গায়!

Last Updated:

Offbeat Tourism: প্রিয়জনের সঙ্গে প্রকৃতির মাঝে একান্ত সময় কাটাতে চাইছেন , তাহলে আপনার জন্য রইল অপরূপ সুন্দর একটি জায়গার ঠিকানা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : পর্যটন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পুরুলিয়া। লাল মাটির এই জেলা মানুষের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে পুরুলিয়ায়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং পাহাড়তলি বিভিন্ন এলাকায় রয়েছে ছোট বড় বিভিন্ন রিসর্ট , হোমস্টে। তবে অনেকেই প্রকৃতির কাছে নিরিবিলিতে একটু সময় কাটাতে চান। ‌তার মধ্যে অন্যতম প্রকৃতি ভ্রমণ কেন্দ্র মাঠা ফরেস্ট রিসর্ট। একটি বেসরকারি সংস্থা এখানে গড়ে তুলেছেন এই রিসর্ট।
advertisement

একেবারেই বিলাসবহুল ব্যবস্থা এই রিসর্টে। চারিদিক পাহাড়ে ঘেরা মাঝখানে টেন্ট ও রিসর্ট। সম্পূর্ণ প্রকৃতির কোলে একেবারে নৈস্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় এই বেসরকারি রিসর্টে। তাই অন্যরকম পর্যটনের স্বাদ নিতে অনেকেই ছুটে আসেন এখানে। অফবিট ডেস্টিনেশনের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে এই বেসরকারি ফরেস্ট রিসর্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এখানে রয়েছে ৯ টি লাক্সারি সুইস টেন্ট, ২৮ টি রুম, লাক্সারি সুইমিং পুল, আউটসাইড সিটিং উইথ বন ফায়ার, ইনডোর গেম , আউটডোর গেম , নেচার ট্যুর, বার্ড ওয়াচিং, স্পা-সহ এন্টারটেইনমেন্টের বিভিন্ন আয়োজন। খাবার দাবারের মধ্যে থাকছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের রকমারি আয়োজন। এছাড়াও সকালের ব্রেকফাস্টে থাকছি বুফের ব্যবস্থা। এই ফরেস্ট রেসর্টে প্রায় ৩০ জন কর্মী বর্তমানে কর্মরত। একেবারে নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই ছুটে আসেন এই এই ফরেস্ট রিসর্টে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat Tourism: প্রকৃতির কোলে সময় কাটাতে চান? তাহলে চলে আসুন পুরুলিয়ার এই 'অফবিট' জায়গায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল