এ দিন লিখিত বার্তায় বসিরহাটের তৃণমূল সাংসদ জানান, এই কঠিন সন্ধিক্ষণে আসুন আমরা অন্যদের উস্কানি দেওয়া থেকে বিরত থেকে প্রশাসনকে সাহায্য করি৷ রাজ্য সরকার নিরন্তর ভাবে স্থানীয় মানুষকে সাহায্য করছে এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি৷ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করাটা গুরুত্বপূর্ণ৷ আমার কাজ আগুন নেভানো, তা আরও বাড়িয়ে দেওয়া নয়৷ আসুন সবাই মিলে প্রশাসনকে সাহায্য করে তাদের নিজেদের কাজটুকু করতে দিই৷
advertisement
আরও পড়ুন: জামিন পেতেই বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে ফের গ্রেফতার, বসিরহাটে তুমুল উত্তেজনা
দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগে গত বুধবার থেকে অগ্নিগর্ভ হয়েছিল সন্দেশখালির পরিস্থিতি৷ রীতিমতো আগুন জ্বলেছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে৷ যদিও ঘটনার পর থেকে নুসরত জাহানকে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মতামত বা বিবৃতি দিতে দেখা যায়নি৷ মহিলাদের উপরে অত্যাচারের যে গুরুতর অভিযোগ উঠেছে, তা নিয়েও কোনও প্রতিক্রিয়া দেননি নুসরত৷
এলাকার সাংসদ হয়েও কেন তিনি চুপ অথবা পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷ সন্দেশখালির এই ঘটনা আগামী লোকসভা নির্বাচনে যে বসিরহাটে তৃণমূলের কাজ কঠিন করে দিল, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত মুখ খুললেন নুসরত৷
এই মুহূর্তে ১৪৪ ধারা জারি করা রয়েছে সন্দেশখালিতে৷ এ দিন আদালত থেকে জামিন পেলেও সন্দেশখালি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত উত্তম সর্দারকে ফের গ্রেফতার করে পুলিশ৷ একই ভাবে জামিন পাওয়ার পরেও গ্রেফতার করা হয় স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংহকে৷