জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, চলতি মাসে রাজ্যের নির্দেশে একাধিক লকডাউন রয়েছে। শনি রবিবার ছুটির দিন রয়েছে। তাই কয়েকদিনের জন্য এখনই কড়াকড়ি না করে পয়লা সেপ্টেম্বর থেকেই কর্মীদের হাজিরার সুনিশ্চিত করতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেক্ষেত্রে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা অফিসে অফিসে সারপ্রাইজ ভিজিটও করতে পারেন।
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বেশীরভাগ সরকারি অফিসে কর্মীদের উপস্থিতি অনিয়মিত হয়ে পড়েছে। রাজ্য সরকার পঞ্চাশ শতাংশ কর্মী উপস্থিতির নির্দেশ জারি করলেও বাস্তবে বেশকিছু অফিসে হাজিরা অনেক কম থাকছে। কিছু কিছু অফিসে দশ শতাংশ কর্মীও হাজির থাকছেন না। জেলাশাসকের অফিস থেকে দূরবর্তী এলাকার অফিসগুলিতে অনেক কর্মী ইচ্ছে মত যাতায়াত করছেন। তাদের অফিসে ঢোকা বেরোনোর কোনও নিয়ম থাকছে না। তার ফলে কর্মসংস্কৃতি শিকেয় উঠেছে। অনেক কাজ বকেয়া পড়ে থাকছে। টেবিলে ফাইলের পাহাড় জমছে। নিচু তলার কর্মী থেকে পদস্থ আধিকারিক সকলের মধ্যেই অফিসে না আসা অনীহা বিশেষভাবে নজরে এসেছে জেলা প্রশাসনের। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীয অবশ্য বলেন, বেশিরভাগ অফিসেই পঞ্চাশ শতাংশের ওপর কর্মী আধিকারিক হাজির থাকছেন। কিছু অফিসে তুলনামূলক কম হাজিরা থাকছে বলে খবর মিলেছে। সেখানেও যাতে নিয়ম মেনে কর্মীরা অফিসে আসেন তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোন কোন কর্মী কবে উপস্থিত থাকবেন তার তালিকা তৈরি করতে বলা হয়েছে বিভাগীয় আধিকারিকদের। সেই নিয়ম মেনে কর্মীদের আসা-যাওয়া করতে হবে। নিয়মিত হাজিরা খাতায় নজরদারি চলবে। কোন অফিসে দৈনিক হাজিরা কত নিয়মিত জেলাশাসকের অফিস থেকে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। এই নিয়মের অন্যথা হলে কড়া পদক্ষেপ নেবে জেলা প্রশাসন।
Saradindu Ghosh