বর্ধমান রেল স্টেশনে রবিবার সন্ধ্যার ঠিক আগে এই ঘটনা ঘটে। ঘটনায় জখমদের মধ্যে পাঁচজন মহিলা, পুরুষ তিনজন বলে জানান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। রাতে তিনি বর্ধমান মেডিক্যালে জখম যাত্রীদের দেখতে যান। জখম যাত্রীদের চিকিৎসায় সবরকম সহযোগিতার আশ্বাস দেন ডিআরএম। ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জখম যাত্রীদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেওয়ার পর পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, ‘জখম যাত্রীদের চিকিৎসার সব রকম দায়িত্ব নেবে রেল। প্রয়োজনে এখানে প্রাথমিক চিকিৎসার পর রেলের অর্থোপেডিক হাসপাতালে তাঁদের নিয়ে যেতে পারি আমরা। এছাড়াও জখম যাত্রীদের চিকিৎসার খরচ রেল বহন করবে।’
advertisement
কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? ডিআরএম বলেন, ‘এখন সবার আগে জখম যাত্রীদের সুস্থ করে তোলা জরুরি। সেই কাজই করছি আমরা। কেন এমন হল সেই ব্যাপারে শুধুমাত্র কিছু ধারণার মধ্য দিয়ে মন্তব্য করা সঠিক হবে না। এই ব্যাপারে রেল বিস্তারিত তদন্ত করবে। রবিবার ছুটির দিন সন্ধ্যায় যাত্রীদের চাপ তুলনামূলক কম ছিল। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটল তা অবশ্যই খতিয়ে দেখা হবে।’
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কেন্দ্রীয় সরকার ও রেলের চরম সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেল যাত্রী সুরক্ষা দিতে ব্যর্থ। বারবার এই স্টেশনের বিভিন্ন দুর্ঘটনা সে কথাই প্রমাণ করছে।’