TRENDING:

Jhargram News: ক্রিকেট বা ফুটবল নয়, এবার জঙ্গলমহলে চর্চা হচ্ছে টেবিল টেনিসের

Last Updated:

Jhargram News: ক্রিকেট ,ফুটবলের পাশাপাশি জঙ্গলমহলে প্রচলন বাড়ছে টেবিল টেনিস খেলার। দীর্ঘ কয়েক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের ছেলে মেয়েরা সুযোগ পেয়েছে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: খেলার কথা বললেই ক্রিকেট ও ফুটবলের নাম প্রথমে আসে। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম দিনের পর দিন খেলার জগতে নাম উজ্জ্বল করছে। ক্রিকেট ,ফুটবলের পাশাপাশি যোগাসন ও তীরন্দাজিতে হামেশাই ঝাড়গ্রামের কৃতীখেলোয়াড়দের সাফল্য সকলের সামনে আসছে। এবার জঙ্গলমহলের ছেলেমেয়েরা টেবিল টেনিস খেলাতেও আর পিছিয়ে নেই। প্রতিনিয়ত চলছে টেবিল টেনিসের প্রশিক্ষণ।
ঝাড়গ্রামে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টেবিল টেনিসের
ঝাড়গ্রামে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টেবিল টেনিসের
advertisement

টেবিল টেনিসের প্রশিক্ষণ নিয়ে রাজ্যস্তরীয় টেবিল টেনিস ট্যালেন্ট হান্টে সুযোগ পেয়েছে ঝাড়গ্রামের চার খুদে খেলোয়াড়। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা শ্রেয়শী দাস, অনুষ্কা বেরা, সায়ন ঘোষ এবং আয়ুশি সুঁই বুধবার খেলতে গিয়েছে কলকাতায়। ঝাড়গ্রাম শহরের রানী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া অনুষ্কা বেরা, আয়ুশি সুঁই এবং সপ্তম শ্রেণির ছাত্রী শ্রেয়শী দাস। আর সায়ন ঘোষ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণির ছাত্র।

advertisement

রাজ্য সরকারের যুব ও ক্রীড়া দফতরেরঅধীনে বেঙ্গল টেবিল টেনিস একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুর্দ্ধ ১৫ বছরের খেলোয়াড়দের জন্য এই সিলেকশন ট্রায়াল হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে গত এক বছর ধরে বিনা পারিশ্রমিকে টেবিল টেনিসের প্রশিক্ষণ দিয়ে আসছেন পেশায় পুলিশ কর্মী অমলেশচন্দ্র সুঁই।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story Biryani: বিরিয়ানির হাঁড়িতে কেন করা হয় ‘এই’ কাজ? রোজ ঠকছেন না তো আপনি!

View More

ঝাড়গ্রাম থেকে চারজন সুযোগ পাওয়ায় খুশি অমলেশও। সায়নের বাবা শান্তনু ঘোষ বলেন,’এখানে মোট ৯ জন অমলেশ দার কাছে প্র্যাকটিস করে। ওদের মধ্যে আমরা ছেলে সহ মোট চারজন এবারে প্রথম কলকাতায় টেবিল টেনিস ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ওদের সাফল্য কামনা করি”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ক্রিকেট বা ফুটবল নয়, এবার জঙ্গলমহলে চর্চা হচ্ছে টেবিল টেনিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল