বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত পানিহাটির ধানকল মোড়ে লড়ির ধাক্কায় ২ যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১ জন। গ্রেফতার হয়েছে চালক। ঘাতক লরিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
পানিহাটি ধানকল মোড় এলাকায় বিটি রোডের উপর দ্রুত গতিতে আসা লরির ধাক্কা লাগে একটি ইলেকট্রিক স্কুটির। সঙ্গে সঙ্গে স্কুটি থেকে পড়ে গিয়ে দুই আরোহী লরির নিচে আসে। চাকা একজনের বুকের উপর দিয়ে চলে হায়। অপরজনকে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে যায় লরি। দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে সাগর দত্ত হাসপাতালে।
আরও পড়ুনঃ পারিবারিক অশান্তির জেরে স্বামীর রোষের শিকার স্ত্রী! কুড়ুল তুলে তেড়ে এসে… নৃশংস পরিণতি ময়নাগুড়িতে
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খরদহ থানার পুলিশ। দুর্ঘটনার পর লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। কিন্তু ট্রাফিক পুলিশ ছুটে এসে লরি আটকে দেয়। ঘাতক লরি-সহ চালকে গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ