স্থানীয় সূত্রে জানা যায়, অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১ এবং ২ নম্বর ওয়ার্ডের জমা জল পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পার্শ্ববর্তী হাবরা পৌরসভার ৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডে ফেলা হচ্ছিল। আর তা থেকে এদিনের অশান্তির সূত্রপাত। এমনিতেই হাবরা পৌরসভার ১৫ এবং ৮ নম্বর ওয়ার্ড বেশ কিছুদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে। যার জেরে বিরক্ত তাঁরা। তার মধ্যেই সোমবার রাতে হঠাৎ করে অশোকনগর পৌরসভার ২ এবং ১ ওয়ার্ডের জল পাম্পের মাধ্যমে সেচ দিতেই আরও জলমগ্ন হয়ে পড়ে হাবড়া পৌরসভার এই দুটি ওয়ার্ড।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির গেট খুলে ঢুকছে অচেনা মহিলা, ছেলেধরা নাকি! এরপর যা করলেন গ্রামবাসী, হুলুস্থুল কাণ্ড বসিরহাটে
সাংঘাতিক চটে গিয়ে ৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গিয়ে পাম্প বন্ধ করার কথা বলতেই শুরু হয় অশান্তি। সেই অশান্তি এক সময় হাতাহাতির চেহারা নেয়। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ এবং হাবরা থানার পুলিশ। বন্ধ করে দেওয়া হয় পাম্প। কথা হয় দুই পৌরসভার দুই পৌর প্রধানদের মধ্যে। তবে দুই পক্ষের সাধারণ বাসিন্দাদের একটাই কথা, প্রতি বছর বৃষ্টির দিন আসলেই বেশ কয়েক মাস ধরে তাঁদের জল যন্ত্রণা সহ্য করতে হয়। তাই দুই পক্ষই চাইছেন এই সমস্যার একটি স্থায়ী সমাধান হোক।