এদিন দেখা গেল বিদ্যুৎ বিভ্রাটে বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার শ্মশান যাত্রীরা। ৮-১০ টি শবদেহ বেলা ১২ টা থেকে শ্মশান ঘাটে নিয়ে এলে বিদ্যুৎ না থাকার কারণে বডি পোড়ানো সম্ভব হচ্ছে না, সন্ধে গড়ালেও তার কোন সমস্যার সমাধান মেলেনি।
আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেলকি! ৫০ পেরলেও ফুটবল মাঠ দাপিয়ে বেড়ালেন ওরা! দেখে অবাক দর্শকরা
advertisement
এই নিয়ে ক্ষোভ উগরে দেন মৃতের পরিবারেরা। তাদের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সচল হয় তার ব্যবস্থা করুক প্রশাসন, ইতিমধ্যে ৬-৭ ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলে অনেকে মৃতদেহ নিয়ে অন্য জায়গায় কাঠে শবদাহর জন্য চলে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এর আগেও এমন ঘটনা ঘটেছে, এর স্থায়ী সমাধান চায় এলাকার মানুষ। নাজেহাল হয়ে পড়েছেন মৃতের পরিবারেরা। তারা বলছেন মরে গিয়েও শান্তি নেই! যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক।
জুলফিকার মোল্যা