বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের গোলাবাড়ি রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন সামাজিক সহায়তা কেন্দ্রর সভাপতি। পরবর্তীতে হ্যাম রেডিওর মাধ্যমে খোঁজ মেলে সুদামের। পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও মারফত বিষয়টি জানতে পারেন ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল’-এর সেক্রেটারি উৎপল রায়। পরবর্তীতে দুই দেশের প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে ভারতে ফেরানো হয় বছর চল্লিশের সুদাম হেমব্রমকে।
advertisement
পরিবারের সদস্যরা জানান, তাঁরা ভেবেই নিয়েছিলেন সুদাম আর কোনওদিন ফিরবেন না। প্রশাসনের তরফেও জানানো হয়েছে, এত বছর বাদে একজন নিখোঁজ ব্যক্তিকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে আনা অত্যন্ত দুষ্কর কাজ। দু’দেশের পুলিশের সমন্বয়ের ফলেই তা সম্ভব হয়েছে। কীভাবে সুদাম বাংলাদেশে পৌঁছেছিলেন, তা বুঝে উঠতে পারছেন না কেউ-ই। পরিবারের সদস্যকে দীর্ঘদিন বাদে ফিরে পেয়ে গোটা পরিবার, ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে।
