ভয়ঙ্কর এমন দুর্ঘটনাটি ঘটেছে বুধবার। ঘটনাটি ঘটেছে বারাসাত হাসনাবাদ শাখার কাঁকড়া মির্জানগর স্টেশনের কাছে। যেখানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলা দেগঙ্গার বাসাবাটি এলাকার বাসিন্দা। তাঁর নাম রশিদা বিবি বলেই জানা গিয়েছে, তাঁর বয়স ৬০ বছর।
আরও পড়ুন: ভরপুর কুয়াশা, কনকনে ঠান্ডা! তাপমাত্রার পারদ নামল ঝাড়গ্রামে, জানুন আজকের আবহাওয়ার আপডেট
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি কাজের জন্য কলকাতা যাতায়াত করে থাকেন। বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বারাসত-হাসনাবাদ রেল শাখার কাঁকড়া মির্জানগর ষ্টেশন প্রতিদিনের মতো বুধবার সকালেও ট্রেন ধরবেন বলে ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি ঘন কুয়াশায় ট্রেন আসছে তা বুঝতে না পারেন নি। ফলে আচমকা ট্রেনের ধাক্কায় শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এলাকার মানুষের দাবি, তারা দীর্ঘদিন ধরেই রেললাইনের পাশ দিয়ে রাস্তার দাবি করে আসছিলেন। ঘন কুয়াশার কারণেই প্রাণ গেল রশিদার, শোকের ছায়া এলাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত মহিলার মেয়ে টুম্পা বিবি জানিয়েছেন, ঘন কুয়াশায় দুদিক থেকে ট্রেন আসছিল তা তার মা বুঝতে পারেননি। এমন সময় পিছন দিক থেকে ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকায় রাস্তার একটা দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে।
