TRENDING:

একরত্তিকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ! মায়ের প্ল্যান ছিল...! বনগাঁয় মারাত্মক কাণ্ড

Last Updated:

অভিযোগ, তপতী মাঝেমধ্যেই শাশুড়ি ও পরিবারের অন্যান্যদের সঙ্গে অশান্তি করতেন, মারধর করতেন নিজের ও সৎ সন্তানকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ পারিবারিক বিবাদের জেরে এক বছরের কন্যা সন্তানকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার মা। বনগাঁ থানার নকপুল কাঁটাবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।
বনগাঁ থানা
বনগাঁ থানা
advertisement

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কাঁটাবাগানের বাসিন্দা অমিতোষ বারুই কর্মসূত্রে দুবাই থাকেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী তপতী বারুই। তাঁদের এক বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বুধবার সকালে ঘরে থাকা অ্যাসিড মেয়ের মুখে ঢেলে দেন মা তপতী। পরিবারের লোকেরা শিশুটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ জীবনের প্রথম হিরো! বাবাদের আত্মত্যাগের কাহিনী শোনাবে শিলিগুড়ির এই পুজো, দেখতে যাবেন তো?

এরপর শিশুটির জেঠিমা প্রিয়াঙ্কা বারুই জা-এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। লিখিত অভিযোগ পেয়ে তপতীকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। আরও অভিযোগ, তপতী মাঝেমধ্যেই শাশুড়ি ও পরিবারের অন্যান্যদের সঙ্গে অশান্তি করতেন, মারধর করতেন নিজের ও সৎ সন্তানকে। পরিবারের লোকেরা প্রতিবাদ করলে আত্মহত্যা করে পরিবারের সদস্যদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

গত ১ তারিখ শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এদিন সেই ঝগড়ার জেরেই মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাইল্ড লাইনের নির্দেশ মতো শিশুটিকে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তপতীকে গ্রেফতার করা হয়েছে। মেয়েকে অ্যাসিড খাইয়ে পরবর্তীতে নিজে অ্যাসিড খাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একরত্তিকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ! মায়ের প্ল্যান ছিল...! বনগাঁয় মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল