কালিয়ানী এলাকার এক বাড়ির কর্তা গিয়াসউদ্দিন মণ্ডল দিন দশেক আগে শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে স্ত্রীকে নিয়ে ভেলোরে গিয়েছেন। বাড়িতে শ্বশুর ও শাশুড়িকে রেখে গিয়েছিলেন। গতকাল শ্বশুর-শাশুড়ি তাঁদের বাড়ি চলে যান। সেই সুযোগই কাজে লাগানো হয়!
আরও পড়ুনঃ মায়ের গর্ভেই সদ্যোজাতের মৃত্যু! ‘এই’ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের
advertisement
গতকাল রাতে গিয়াসউদ্দিন মণ্ডলের বাড়ির গেটের তালা ভেঙে, ঘরের আলমারি-শোকেসের তালা ভেঙে নগদ টাকা ও গয়না চুরি হয়। এখানেই শেষ নয়! সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে, হার্ড ডিস্ক খুলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই কাণ্ড ঘটানো হয় বলে খবর।
অভিযোগ, নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে মোট প্রায় ৭ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। ইতিমধ্যেই দেগঙ্গা থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।