স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম কালীবাড়ি এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এদিন সকাল থেকেই আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়াই পূর্ত দফতর রাস্তা মেরামতির কাজ শুরু করে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় গর্তের কারণে প্রতিদিনই বাইক, টোটো ও অটো দুর্ঘটনার কবলে পড়ছিল। গত সপ্তাহে একটি টোটো যাত্রী সহ উল্টে যাওয়ার ঘটনাও ঘটে ওই এলাকায়। হঠাৎ করেই রাস্তা মেরামতির কাজ শুরু হওয়ায় আগাম কোনও সতর্কতা না থাকায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
advertisement
মধ্যমগ্রাম পুরসভার আবেদনের ভিত্তিতে অবশেষে পিডব্লিউডি কাজ শুরু করেছে। তবে সাময়িক নয়, বরং ব্লক ইট দিয়ে স্থায়ী মেরামতি হওয়ায় বেশি সময় লাগছে বলে জানা গিয়েছে। একদিকে জাতীয় সড়কে যানবাহনের চাপ, অন্যদিকে মধ্যমগ্রাম ও সোদপুরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা মেরামতির ফলে যান চলাচল কার্যত স্লো মুভমেন্টে পরিণত হয়েছে। মধ্যমগ্রাম চৌমাথা, ওপারে বাদু রোড এবং মাঝখানে জাতীয় সড়ক থাকায় সোদপুর রোডে যানজট হলেই তার প্রভাব ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মধ্যমগ্রাম ট্রাফিক আধিকারিক দেবব্রত গিরির নেতৃত্বে ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে।
কাজ চললেও পুরো রাস্তা বন্ধ না করে ব্যারিকেড দিয়ে একটি লেন চালু রাখা হয়েছে। তবে যানবাহনের চাপ এতটাই বেশি কয়েক মিনিট ধীরগতির ফলেই যানজট এক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। এদিকে একই দিনে জাতীয় সড়কেও কাজ চলছে। দুর্ঘটনায় ভেঙে যাওয়া ডিভাইডার রেলিং মেরামতের কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, যা যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথচলতি মানুষজন ও যানবাহন চালকরা জানাচ্ছেন, এই মেরামতির জন্য প্রশাসনের তরফে বিকল্প ব্যবস্থা করা যেতে পারত। রাতের দিকে কম যানবাহন চলাচল করে, ফলে রাতেও কাজ করা যেত বলেও মনে করছেন অনেকে। এখন এই যানজট কতক্ষণে স্বাভাবিক হয় সেই অপেক্ষাতেই এলাকাবাসী থেকে পথচলতি মানুষজন ও যানবাহন চালকেরা।






